<p style="text-align: justify;">ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত সিএনজির তিন যাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  </p> <p style="text-align: justify;">তারাকান্দার (ময়মনসিংহ-নেত্রকোনা) আঞ্চলিক সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়সহ ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। </p> <p style="text-align: justify;">তারাকান্দা থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। </p> <p style="text-align: justify;">এ ঘটনায় তারাকান্দা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। জানা যায়, উদ্ধার হওয়া মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। </p> <p style="text-align: justify;">তারাকান্দা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়ার পর  স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।</p>