<p>ভোলার চরফ্যাশন উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডের সড়কের পাশে থাকা ভোলা-চট্টগ্রামগামী যমুনা এক্সপ্রেস নামের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p>চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, রাত পৌনে ১২টার দিকে তাদের কাছে খবর আসে নতুন বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০-৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ভেতরে কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।</p> <p>চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, অগ্নিকাণ্ডের শিকার বাসটি চরফ্যাশন-চট্টগ্রাম রুটে চলাচল করে আসছে। গত কয়েকদিন ধরে অবরোধের কারণে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশনে এসে আর ফেরত যায়নি। বাসটি চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডের উত্তর পাশে মূল সড়কের পাশে পার্কিং করা ছিল। রাত সাড়ে ১১টার দিকে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে বাসটিতে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।</p>