প্রতীকী ছবি।
বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকার একটি গ্রামে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলা ও থানা সূত্রে জানা যায়, মামলার বাদী তার দুই কিশোরী মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন এবং স্থানীয় একটি কারখানায় কাজ করেন।
বিজ্ঞাপন
সর্বশেষ বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ১০টার দিকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান বিকৃত ওই বাবা। পরে ভুক্তভোগী তার খালাকে বিষয়টি জানায়। এভাবে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।