kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি    

২০ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩১ | পড়া যাবে ১ মিনিটেবুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ পানগাও এলাকায় মাঝ নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এসময় নিহত যুবকের পরনে লুঙ্গি ও হলুদ টিশার্ট ছিল।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জমসেদ আলী জানান, লাশটি ভাটার পানিতে হাসনাবাদের দিক থেকে ভেসে আসার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানায়। ৯৯৯ থেকে বিষয়টি আমাদের জানালে  দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। 

লাশটি তিন চার দিন আগের হওয়ায় শরীরে পচঁন ধরেছে। এতে আঘাতের কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। তবে কি কারণে নিহতের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরে তা নিশ্চিত হওয়া যাবে। সাতদিনের সেরা