kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

তরুণ পুলিশ পরিদর্শক সুমনের প্রাণ গেল করোনায়

নাটোর প্রতিনিধি    

১৪ আগস্ট, ২০২০ ১৩:৩২ | পড়া যাবে ২ মিনিটেতরুণ পুলিশ পরিদর্শক সুমনের প্রাণ গেল করোনায়

করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৩৮)।

রাজধানীর  রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে মারা যান তিনি।

এর আগে গত ৭ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হন সুমন। তিনি করোনার পাশাপাশি অ্যাজমায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও  পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে রেখে গেছেন।

সুমন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর শহরের কদমতলা এলাকার আব্দুল লতিফের ছেলে। বয়সে তরুণ পুলিশ কর্মকর্তা সুমন আলীর মৃত্যুতে নাটোর জেলার পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস পুলিশ পরিদর্শক সুমন আলীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত  করে জানান, নাটোর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তার মৃত্যু হলো। তিনি জানান, সুমন আলী ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে বড়াইগ্রাম থানায় যোগদান করেন। তাঁর মৃতদেহ নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাফন করা হবে।

পুলিশ পরিদর্শক সুমন আলীর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, ওসি দিলীপ কুমার দাস, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম প্রেস ক্লাব সভাপতি অমর ডি কস্তা প্রমুখ।  

মন্তব্যসাতদিনের সেরা