kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

কুমিল্লা মেডিক্যালে আরো ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১১ আগস্ট, ২০২০ ১৮:২১ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা মেডিক্যালে আরো ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে কুমিল্লায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে তিনজন কভিড-১৯ রোগী। আর বাকি তিনজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের কোরপাটির আবদুল খালেক (৭০), কুমিল্লা শহরের ছাতিপট্টির সন্ধ্যা বণিক (৭৫), চাঁদপুরের কচুয়ার লালমোহন সরকার (৭০)। করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়ারা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জের বাতাবাড়িয়ার মকবুল হোসেন (৮০), কুমিল্লার চান্দিনার গোলাম মোস্তফা (৫৪) ও চাঁদপুরের হাপানিয়ার সফিকুল ইসলাম (৫৯)।

মন্তব্যসাতদিনের সেরা