<p>বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। দৈনন্দিন কর্মকাণ্ডে একটি কোয়ালিটি সম্পন্ন স্মার্টফোন ছাড়া যেন এখন কারো চলেই না। তরুণ স্মার্টফোনপ্রেমীরা যাতে অসাধারণ ফিচারের পাশাপাশি কাঙ্ক্ষিত বাজেটের মধ্যে দারুণ লুকের সর্বাধুনিক একটি ডিভাইস পায়, সেদিকে লক্ষ্য রেখে স্মার্টফোন সরবরাহ করে তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। সম্প্রতি সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে বাজারে ফোন নিয়ে আসায় বাংলাদেশের ১ নম্বর ব্র্যান্ড হিসেবে রিয়েলমি’র নাম ঘোষণা করেছে বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চ (সিটিএমআর)।</p> <p>টিএমটি (টেকনোলজি, মিডিয়া ও টেলিকম) খাতের পণ্যের বিষয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করেছে রিয়েলমি বাংলাদেশ। তাদের করা সমীক্ষায় দেখা যায়, ২০ হাজার টাকার বাজেটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করায় তরুণ ডিভাইসপ্রেমীদের কাছে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে রিয়েলমি। স্মার্টফোন কেনার সময় পণ্যের গুণগতমান বা কোয়ালিটি নিয়ে গ্রাহকরা কী ভাবেন- এই বিষয়ে সমীক্ষাটি পরিচালনা করা হয়।</p> <p>কাউন্টারপয়েন্ট রিসার্চ স্টাডি অনুসারে, স্মার্টফোন কেনার সময় পণ্যের কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন বাংলাদেশের ৭৭ শতাংশ উত্তরদাতা। স্মার্টফোন বিল্ড কোয়ালিটির ওপর ভিত্তি করে শীর্ষ ব্র্যান্ড হিসেবে রিয়েলমিকে বাছাই করেছেন ৫৪ শতাংশ অংশগ্রহণকারী উত্তরদাতা। এ ছাড়াও, পণ্যের মান বিচারে অন্য স্মার্টফোন ব্যবহারকারীদের রিয়েলমি’র ফোন কেনারও পরামর্শ দেন ৮৩ শতাংশ স্মার্টফোন গ্রাহক। কাউন্টারপয়েন্ট রিসার্চের ত্রৈমাসিক স্মার্টফোন শিপমেন্ট ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশের স্মার্টফোন বাজারের ক্ষেত্র আরও বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে স্মার্টফোনের বাজারের ৮০ শতাংশের দামই ছিল ২০ হাজার টাকার মধ্যে, যেখানে ফোনের গড় বিক্রয় মূল্য (এএসপি ২০ হাজার ৭০০ টাকা। </p> <p style="text-align:center"><img alt="Kaler Kantho" height="480" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/05/06/Untitled design - 2024-05-06T162413.403.jpg" width="800" /></p> <p>সিটিএমআর- এর এই জরিপে এক হাজারেরও বেশি স্মার্টফোন গ্রাহক অংশগ্রহণ করেছেন। সমীক্ষায় সকল শ্রেণির গ্রাহকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ইংরেজি ও বাংলায় প্রশ্ন ব্যবহার করে বহুভাষিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সী স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে তাদের দৃষ্টিভঙ্গি জানতে, জরিপটিতে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিই ব্যবহার করা হয়।</p> <p>কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চের করা সমীক্ষা অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারকারী তরুণদের একটি ব্যতিক্রমী নির্ভরযোগ্য ও মানসম্পন্ন স্মার্টফোনের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে সব সময়ই কাজ করে যাচ্ছে রিয়েলমি। তরুণদের চাহিদা বোঝার সক্ষমতা তৈরিতে গবেষণা পরিচালনা করে থাকে এই ব্র্যান্ড। কেননা ব্র্যান্ডগুলো ব্যবহারকারীদের প্রত্যাশিত গুণগত মানসম্পন্ন ফোন সরবরাহ করলে তারাও বিষয়টিকে মূল্যায়ন করে। তাই সিটিএমআর এর সমীক্ষারে ওপর ভিত্তি করে বাংলাদেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে রিয়েলমি।</p> <p>২০১৮ সালে “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০২০ সালে। দেশের স্মার্টফোনের বাজারে প্রথম রিয়েলমি ৮ ফাইভ জি চালুর পর থেকে সর্বশেষ নোট ৫০ চালু হওয়া পর্যন্ত, ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে নানা ফিচারসমৃদ্ধ অভিনব ডিভাইস সরবরাহ করে চলেছে। দেশের ৩৫০টিরও বেশি ব্র্যান্ড শপের মাধ্যমে, রিয়েলমি প্রতিদিন আরও গ্রাহকের কাছে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে পৌঁছে যাচ্ছে। অসাধারণ দৃষ্টিনন্দন ডিজাইন ও ফিচারের কারণে রিয়েলমি’র ঝুলিতে জমা হয়েছে জার্মান ডিজাইন অ্যাওয়ার্ড, দ্য রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ও দ্য অ্যাওয়ার্ড অব গুড ডিজাইন অস্ট্রেলিয়াসহ নানা পুরস্কার। বিভিন্ন সময়ে ডিভাইসের রেকর্ড পরিমাণ বিক্রয় এবং মার্কেট শেয়ারের আধিপত্য ব্র্যান্ডের উত্তরোত্তর সাফল্যকে নির্দেশ করে, যা ব্র্যান্ডের নতুন স্লোগান ‘মেক ইট রিয়েল’-কে প্রতিফলিত করে। জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে রিয়েলমি।</p> <p>বাজারে ছাড়া পরপরই বেশ সাড়া ফেলে দেয় রিয়েলমি’র বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো। প্রতি বছর অনলাইন শপিং স্টোর দারাজে ফোন সহজলভ্য হওয়ার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার স্মার্টফোন বিক্রির রেকর্ড রয়েছে জনপ্রিয় এই ব্র্যান্ডের। তা ছাড়া, রমজান ও ঈদের প্রচারাভিযানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি ডিভাইসের শীর্ষ অবস্থান ব্র্যান্ড হিসেবে রিয়েলমি’র জনপ্রিয়তা ও বাজারে এর নেতৃত্বস্থানীয় অবস্থানকে নির্দেশ করে।</p> <p>সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করার মাধ্যমে স্মার্টফোন গ্রাহকদের চাহিদা পূরণ করে রিয়েলমি বাংলাদেশে একটি পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে তার অবস্থানকে দিন দিন আরও শক্তিশালী করে চলেছে। কেননা রিয়েলমি’র স্মার্টফোনগুলোতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, গেমিং প্রসেসর, ক্রিস্টাল-ক্লিয়ার ক্যামেরা, বিশাল ডিসপ্লে ও স্টেট-অব-দ্য-আর্ট হার্ডওয়্যার-সফটওয়্যার অপ্টিমাইজেশন, যা একজন ফোন ব্যবহারকারীকে দেয় একটি নিরবচ্ছিন্ন ফোন ব্যবহারের অভিজ্ঞতা। স্মার্টফোনের বাজার বিকশিত হওয়ার পাশাপাশি, রিয়েলমি মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং সারা দেশে ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে সব সময়ই প্রস্তুত।<br />  </p>