<p>রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তীকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সসীমা না মানায় এই নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) মাউশির এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>প্রজ্ঞাপনে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা অনুসরণ করেনি। ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি করার প্রক্রিয়া ছিল বিধিবহির্ভূত। এসব ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন ও ২০১৬ সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ১৫৯ জন। এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করে শিগগিরই মাউশিকে অবহিত করার অনুরোধ করা হলো।</p> <p>এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘অবৈধ ভর্তির বিষয়ে বুধবার হাইকোর্ট থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে মাউশি।’</p> <p>ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘মাউশির চিঠি পেয়েছি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’</p>