<p style="text-align: justify;">রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।</p> <p style="text-align: justify;">শুক্রবার (১৬ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে এনসিপির এই যুব উইংয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।</p> <p style="text-align: justify;">অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।</p> <p style="text-align: justify;">এর আগে, দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠানস্থলে আসেন।</p> <p style="text-align: justify;">এ সময় অংশগ্রহণকারীদেরকে ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপস না, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না, রাজপথ, রাজপথ’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা ঢাকা’, ‘যুব শক্তি আসছে, রাজপথ কাঁপছে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।</p>