<p style="text-align:justify">রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী একটি মানববন্ধনের আয়োজন করেন। এ সময় সেখানে বিএনপি কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনের কয়েকজন নেতাকর্মী। এ সময় পাশ থেকে ১৫-২০ জন বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জনগণ স্বৈরশাসক দেখতে চায় না : জামায়াত আমির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729334631-ec0a34b0edd6b4c02b5be7dfceab7b8b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জনগণ স্বৈরশাসক দেখতে চায় না : জামায়াত আমির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/19/1436795" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংঘর্ষে আহত হয়েছেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।</p> <p style="text-align:justify">ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্য হুমায়ুন কবির বলেন, ‘কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ান। বিএনপির কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে তাদের কয়েকজন আহত হয়েছেন। </p> <p style="text-align:justify"> </p>