<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।</p> <p>দলীয় সূত্রে জানা গেছে, রবিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে সোমবার তাকে আবারও সিসিইউতে স্থানান্তর করা হয়। তার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।</p> <p>গত ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে বুকে ব্যথার চিকিৎসা শেষে দেশে ফেরেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই একান্তে অবস্থান করেন। দলীয় কোনো কমসূচিতে তাকে অংশ নিতে দেখা যায়নি। গত ৫ ডিসেম্বর আবারও অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে ৯ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।</p>