<p>বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, তাঁর নেতৃত্বে আরেকটি দল গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সঠিক নয়। তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে এরই মধ্যে রাজনীতি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নন।</p> <p>আজ বুধবার সকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন হাফিজ উদ্দিন। অবসরপ্রাপ্ত হলেও রাজনীতিবিদদের কাছে তিনি মেজর হাফিজ নামেই বেশি পরিচিত।</p> <p>গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছিলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটি থেকে নেতারা নির্বাচনে অংশ নেবেন।  অনেকেই লাইন ধরে আছে তৃণমূলে (তৃণমূল বিএনপি) যোগ দেওয়ার জন্য। আর বিএনপির সাবেক মন্ত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে।’<br />  <br /> এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মেজর হাফিজ বলেন, ‘গতকাল তথ্যমন্ত্রীর একটি বক্তব্য দৃষ্টিগোচর হয়েছে। এমন বক্তব্য সঠিক নয়। আমি শারীরিকভাবে অসুস্থ। গত কয়েক মাস সিএমএইচ ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি। আবারও সিঙ্গাপুরে যাব।’</p> <p>তথ্যমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেন মেজর হাফিজ। তিনি মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কিছু খুঁজে বের করে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। এ নিয়ে রাজপথে থাকা ঠিক হবে না। জাতিসংঘের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করার দিকে যাওয়া উচিত।</p> <p>মেজর হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে হবে। রাজপথে শুধু স্লোগান দিলেই সরকারের কাছ থেকে দাবি আদায় সম্ভব হবে না। বিএনপির উচিত কিভাবে আন্তর্জাতিক শক্তির সহায়তা নিয়ে নির্বাচনে যাওয়া যায় সে ব্যবস্থা করা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শক্তি।</p> <p>প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, ‘আপনি বঙ্গবন্ধুর কন্যা। দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। এই কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।’</p>