ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

অনন্য উদাহরণ

বাঞ্ছারামপুর প্রতিনিধি
বাঞ্ছারামপুর প্রতিনিধি
শেয়ার
অনন্য উদাহরণ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বসুন্ধরা ফাউন্ডেশনের মাধ্যমে এই উপজেলার শিশু থেকে বৃদ্ধ সব বয়সের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দুস্থ ও অতিদরিদ্রদের মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করছেন, ফ্রি-ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাপত্র ও ঔষধপত্রাদি বিনা মূল্যে দিচ্ছেন। মিড-ডে মিলের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করে শিশুদের ঝরেপড়া থেকে রক্ষা করছেন।

বাঞ্ছারামপুর উপজেলার ৮৮টি মাদরাসা ও এতিমখানায় প্রতি মাসে নিয়মিত অনুদান প্রদানের মাধ্যমে ধর্মীয় শিক্ষা লাভের সুযোগ করে দিচ্ছেন বসুন্ধরা চেয়ারম্যান। বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দীর্ঘদিন ধরে নিয়মিত প্রদান করা ও প্রতিবছর দুবার উপজেলার সব এতিমখানার বাচ্চাদের খাওয়ার জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী উপজেলার সব স্কুলের শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করে বসুন্ধরা ফাউন্ডেশন। বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ পেয়ে দুস্থ ও অতিদরিদ্র লোকগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।
সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম বলেন, দেশ ও মানুষের সেবায় বসুন্ধরা গ্রুপের ব্যাপক অবদান। বিভিন্ন ক্রান্তিকালে সরকারের পাশাপাশি দেশের সেবায় তারা এগিয়ে আসে। করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অবদান রেখেছে বসুন্ধরা গ্রুপ। বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন আবদুল্লাহ বলেন, ‘আমাদের মাদরাসার এতিমখানা, মিড-ডে মিল, শিক্ষকদের বেতনসহ সব রকমের অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে বসুন্ধরা ফাউন্ডেশন।
মহান রাব্বুল আল আমিনের কাছে বসুন্ধরা গ্রুপের কল্যাণের জন্য সব সময় দোয়া করি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ