<p>পবিত্র রমজান মাসের শেষ দশকে মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইতিকাফ করা যায়। তবে ইতিকাফের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিবন্ধন করতে হবে। গত ১৩ মার্চ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পবিত্র দুই মসজিদের জেনারেল অথরিটি বিভাগ।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে পবিত্র মসজিদুল হারামে অনলাইনে ইতিকাফের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ইতিকাফ করতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://eservices.gph.gov.sa/Permessions/) আবেদন করতে বলা হয়। নিবন্ধনের শর্তাবলির মধ্যে রয়েছে— ইতিকাফকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হওয়ার পাশাপাশি পবিত্র মসজিদের নিয়ম-নীতি পালন করতে হবে এবং রমজানের ২০তম দিনের নির্ধারিত সময়ে মসজিদে প্রবেশ করতে হবে।</p> <p>এর আগে গত বছর মসজিদুল হারামে আড়াই হাজার মুসল্লি ইতিকাফ করেছিল। করোনা মহামারির পর ২০২২ সাল থেকে মক্কা-মদিনার এই দুই মসজিদে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ইতিকাফ করার নিয়ম চালু হয়। আগামী ৩০ মার্চ সন্ধ্যা থেকে এবারের রমজানের ইতিকাফ শুরু হবে।</p> <p>ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। ইসলামী শরিয়তের পরিভাষায় তা হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জাগতিক কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিশেষ সময়ে ও বিশেষ নিয়মে নিজেকে ব্যস্ত রাখা। রমজানের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া।</p> <p>প্রতিবছর ইতিকাফ করতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ইসলামের কেন্দ্রস্থল মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে সমবেতন হন। পবিত্র রমজান মাস ওমরাহর মৌসুম হিসেবে পরিচিত। এ সময় বিশ্বের নানা দেশ থেকে মুসলিমরা ওমরাহ করতে সৌদি আরবে গমন করেন। গত বছর এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেন। এ বছর দুই কোটিরও বেশি ওমরাহযাত্রীর আশা করছে সৌদি আরব।</p> <p><strong><em>সূত্র : হারামাইন ওয়েবসাইট</em></strong></p> <p><br /> <iframe frameborder="0" height="600" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/ReasahAlharmain/status/1767964378853253246" width="1000"></iframe></p> <p> </p>