kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

প্রশ্ন-উত্তর

ইমাম ভুলবশত এক সিজদা দিয়ে সালাম ফেরালে...

সমাধান দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০২০ ১১:০৬ | পড়া যাবে ১ মিনিটেইমাম ভুলবশত এক সিজদা দিয়ে সালাম ফেরালে...

প্রশ্ন : ইমাম নামাজের শেষ রাকাতে ভুলবশত এক সিজদা দিয়ে সালাম ফেরালে যদি মুসল্লিরা লুকমা দেয়, তাহলে নামাজ কিভাবে শেষ করবে? এ ক্ষেত্রে সাহু সিজদা কিভাবে দেবে?

আনোয়ার হোসেন মানিক, নোয়াখালী।

উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় ইমাম সাহেবের করণীয় হলো, মুসল্লিরা লুকমা দেওয়ামাত্রই নামাজপরিপন্থী অন্য কোনো কাজ করার আগে ভুলবশত ছেড়ে দেওয়া সিজদা আদায় করবে। অতঃপর তাশাহুদ পাঠ করে নিয়মমাফিক সাহু সিজদা করবে, তথা এক দিকে সালাম ফিরিয়ে দুই সিজদা করবে। তারপর আবার নিয়মতান্ত্রিক তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবে।

সূত্র : রদ্দুল মুহতার : ২/১৯২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ২/২২২

মন্তব্যসাতদিনের সেরা