<p>বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে তদন্তকারী সংস্থা সিআইডি। বৃহস্পতিবার (১১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আদালতে এ আবেদন করেন।</p> <p>তদন্ত কর্মকর্তার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করেন।</p> <p>আবেদনে রিমান্ড চাওয়া হয়েছে পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ (৫৮), পিএসসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবির (৪৯), ডিডি আবু জাফর (৫৭), প্রতিরক্ষা ও অর্থ বিভাগ এসিসিডিএফের (বিওএফ) অডিটর প্রিয়নাথ রায় (৫১), মিরপুরের পোশাক কারখানার ব্যবসায়ী নোমান সিদ্দিকী (৪৪) ও ব্যবসায়ী জাহেদুল ইসলাম (২৭)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিছু ক্ষমতাধর নেতা প্রশ্ন ফাঁসের টাকার ভাগ পেতেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/11/1720689454-ba6b8df6a3c939e57090a6b37f603601.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিছু ক্ষমতাধর নেতা প্রশ্ন ফাঁসের টাকার ভাগ পেতেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/07/11/1405488" target="_blank"> </a></div> </div> <p>৯ জুলাই গ্রেফতার ১৭ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এদের মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।</p>