ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

৮ গোলের ইতিহাসও আছে ব্রাজিলের

শেয়ার
৮ গোলের ইতিহাসও আছে ব্রাজিলের

বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচে ৭ গোল হজম করল ব্রাজিল। তবে প্রীতি ম্যাচে এর চেয়ে বেশি গোল হজমের অতীতও আছে তাদের। ৭ গোল দিয়ে আবার জার্মানি নতুন রেকর্ড গড়ল বিশ্বকাপ সেমিফাইনালে সবচেয়ে বেশি গোল দেওয়ার। দেখে নেওয়া যাক একনজরে।

ব্রাজিলের ইতিহাসের জঘন্যতম হার : জার্মানির সঙ্গে ৭-১ গোলের হারটা ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের জঘন্যতম। এর আগে ১৯২০ সালে উরুগুয়ের বিপক্ষে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। প্রায় শত বছরের ব্যবধান হলেও দুটি হারই ৬ গোলের। বিশ্বকাপে আবার এটাই জঘন্যতম হার সেলেসাওদের।

১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। তবে এবারই প্রথম তাদের জালে কেউ ৭ গোল দিয়েছে তা নয়। ১৯৩৪ সালের ৩ জুন প্রীতি ম্যাচে যুগোস্লাভিয়া ৮ গোল দিয়েছিল তাদের জালে। ব্রাজিল ম্যাচটা হেরেছিল ৮-৪ গোলে।
১৯৩৮ বিশ্বকাপের পর এবারই আবার এই টুর্নামেন্টের কোনো ম্যাচে ৫ গোলের বেশি হজম করতে হলো ব্রাজিলকে। ১৯৩৮-এ পোল্যান্ডের বিপক্ষে ৫ গোল খেয়েও ম্যাচটা ব্রাজিল জিতেছিল ৬-৫ ব্যবধানে।

সবচেয়ে বেশি গোল জার্মানির : বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের কীর্তিটা এত দিন ছিল ব্রাজিলের। ৭-১ গোলের জয়ে সেই রেকর্ড এখন জার্মানির। বিশ্বকাপে ব্রাজিলের গোল ২২১ আর জার্মানির ২২৩টি।

সে সঙ্গে নিজেদের ফুটবল ইতিহাসে ২০০০তম গোলের মাইলফলকও স্পর্শ করল জার্মানি। ১৯০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিল তারা। ১০৬ বছর আগে তাদের হয়ে সেই ম্যাচে প্রথম গোলটা করেছিলেন ফ্রিৎজ বেকার। ব্রাজিলের বিপক্ষে থোমাস ম্যুলারের গোলটা জার্মানির ২০০০তম।

স্বাগতিকদের লজ্জা : সেই ১৯৫৪ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে ৭ গোল জালে জড়িয়েছিল সুইজারল্যান্ডের। অস্ট্রিয়া তাদের হারিয়েছিল ৭-৫ গোলে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ম্যাচ সেটাই। এত দিন বাদে স্বাগতিক হিসেবে ব্রাজিলের জালেও বল জড়াল ৭ বার। এটা অবশ্য বিশ্বকাপে সর্বোচ্চ ব্যবধানে জয় নয় জার্মানির। ২০০২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ৮-০ গোলের জয়টা তাদের সেরা। ৩৮ বছর পর এবারই আবার দেশের মাটিতে প্রথম হারল ব্রাজিল। বেলো হোরিজোন্তের একই ভেন্যুতে ৩৮ বছর আগে কোপা আমেরিকার সেমিফাইনালে পেরুর কাছে ৩-১ গোলে হেরেছিল সেলেসাওরা।

ব্রাজিলের জালে ১১ গোল : ব্রাজিলের এবারের ডিফেন্সকে বলা হচ্ছিল সময়ের অন্যতম সেরা। থিয়াগো সিলভা, দাভিদ লুইজ, মার্সেলো, মাইকনদের সেই রক্ষণ দুর্গ ভেঙে এবার প্রতিপক্ষ গোল দিয়েছে ১১টা। বিশ্বকাপে এটা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোল খাওয়ার লজ্জা তাদের। এর আগে ১৯৩৮ বিশ্বকাপে ১১ গোল জড়িয়েছিল ব্রাজিলের জালে। এবারের ১১ গোলের ৭টিই জার্মানির। সবমিলিয়ে ছয় ম্যাচে জার্মানির গোল এখন ১৭টি। ১৯৫৪ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে ২৫ গোল দিয়েছিল তারা।

সেমিফাইনালে এটাই সর্বোচ্চ : বিশ্বকাপ সেমিফাইনালে এর আগে ৭ গোল দিতে পারেনি আর কোনো দল। এর আগে তিনটি দল দিয়েছিল ৬ গোল। ১৯৫৪ বিশ্বকাপে পশ্চিম জার্মানিই ৬-১ গোলে হারিয়েছিল অস্ট্রিয়াকে। তা ছাড়া এবারের জার্মানির মতো ৬ গোলের ব্যবধানে সেমিফাইনালে জিততে পারেনি আর কোনো দল।

সবচেয়ে বেশি ফাইনাল জার্মানির : ব্রাজিল সবচেয়ে বেশি বিশ্বকাপ শিরোপা জিতেছে পাঁচবার। তবে সবচেয়ে বেশি আটবার ফাইনালে খেলার কীর্তি জার্মানির। ২০০২ সালের পর এবারই প্রথম ফাইনালে ফিরল তারা। আর জার্মানি সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৯০ সালে। ফিফাডটকম

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ