ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

আরিয়েন রবেন

সেরা ফরোয়ার্ড ৩
সেরা ফরোয়ার্ড ৩
শেয়ার
আরিয়েন রবেন

ডাচ রূপকথার সুখী রাজকুমার হতে পারতেন আরিয়েন রবেন। কিন্তু পূর্বসূরিদের মতো দুঃখী রাজপুত্র হয়েই থাকতে হয় তাঁকে। আরো একবার যে স্পর্শছোঁয়া দূরত্বে থেকে স্পর্শের বাইরে চলে গেল আরাধ্য ট্রফি। আর সে ক্ষেত্রে নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন রবেন।

ফাইনালে যদি ইকের কাসিয়াসকে একা পেয়ে ওই মিসটি না করতেন!

রবেন এরপর বায়ার্ন মিউনিখের হয়ে জেতেননি হেন কোনো শিরোপা নেই। গতি-ড্রিবলিংয়ের যুগলে বোকা বানাননি- নেই তাঁর বিপক্ষে খেলা এমন কোনো ডিফেন্ডার। করেছেন গুরুত্বপূর্ণ সব গোল। কিন্তু বুকের গহিনে চিনচিনে আক্ষেপ হয়ে আছে চার বছর আগের মিসটি।

সেটি প্রায়শ্চিত্ত করার মিশনে ব্রাজিলে যদি জ্বলে ওঠেন রবেন, নেদারল্যান্ডের স্বপ্ন তখন রং ছড়াবে আরো বেশি করে।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ