ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
টিপস

হোয়াটসঅ্যাপ না খুলেই চ্যাটের ছবি বা ভিডিও দেখবেন কিভাবে?

টেলিকম ডেস্ক
টেলিকম ডেস্ক
শেয়ার
হোয়াটসঅ্যাপ না খুলেই চ্যাটের ছবি বা ভিডিও দেখবেন কিভাবে?

হোয়াটসঅ্যাপে আপনি কোনো মেসেজ পড়ে নিলে যে ব্যক্তি সেই মেসেজ পাঠিয়েছেন, তিনি তা জানতে পারেন। আবার এমনই এক পদ্ধতি রয়েছে, যার সাহায্যে প্রেরককে  জানতেই দেবেন না যে আপনি সেই মেসেজ পড়েছেন কি না। অর্থাৎ আপনি চাইলে সেই ব্লু টিক অপশন বন্ধ করে রাখতে পারবেন।

আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি অথবা ভিডিও পাঠালে সাধারণত তা হোয়াটসঅ্যাপ ওপেন না করে দেখে নেওয়ার কোনো উপায় থাকে না।

তবে আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ ওপেন না করেও ছবি অথবা ভিডিও দেখে নিতে পারেন। এই সুবিধা আপাতত শুধু আইফোনেই পাওয়া যাবে।

 

►     প্রথমেই হোয়াটসঅ্যাপের সব চ্যাট থেকে বেরিয়ে আসুন।

►     এবার যে চ্যাট থেকে ছবি অথবা ভিডিও দেখতে চান, সেই চ্যাটে ট্যাপ করে হোল্ড করে More অপশন সিলেক্ট করে Export Chat অপশনটি বেছে নিন।

►     এবার ফাইলে সেভ করুন।

►     তারপরে একটি ফোল্ডার বেছে নিন। কোন ফোল্ডার পছন্দ করলেন, তা অবশ্যই মনে রাখতে হবে।

►     এর পরে যেখানে চ্যাট এক্সপোর্ট করেছেন, সেই ফাইল ওপেন করে ছবি অথবা ভিডিও দেখে নিন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ