মেসেঞ্জারে মেসেজ এসেছে। স্বাভাবিকভাবেই কৌতূহল মন জানতে চায় কে পাঠাল, বিষয়টাই বা কি? তবে অনেক সময় সেই মেসেজের প্রত্যুত্তর দিতে মন চায় না। কিন্তু যিনি মেসেজ পাঠিয়েছেন তিনি ততক্ষণে জেনে গেছেন যে আপনি মেসেজটি দেখেছেন। কেননা মেসেঞ্জারের সিন লেখা উঠে গেছে।
টিপস
বন্ধ রাখুন মেসেঞ্জারে সিন অপশন
আনিকা জীনাত

অ্যানড্রয়েড
ফোনের টপ বার ড্র্যাগ ডাউন করে এরোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইট মোড চালু করতে হবে। যদি ড্রপ ডাউন মেনুতে অপশনটি না পাওয়া যায় তাহলে সেটিংসে যেতে হবে। সেখানেই পাওয়া যাবে ফ্লাইট মোড অপশনটি।
আইফোন
আইফোনে সিন অপশন বন্ধ করতে সেটিংসে গিয়ে এরোপ্লেন আইকনে ক্লিক করে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করতে হবে।
ক্রোম
গুগলের সার্চ বারে গিয়ে আনসিন ফর ফেসবুক লিংকে সার্চ দিতে হবে। এরপর ‘আনসিন ফর ফেসবুক-ক্রোম ওয়েব স্টোর’ লেখা সার্চ রেজাল্টটিতে ক্লিক করতে হবে। এরপর অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে এক্সেনশনটি ইনস্টল করে নিতে হবে। এক্সেনশনটি ইনস্টল করার পর ওপরে সার্চ বারের ডান দিকে একটি নীল রঙের আইকন দেখা যাবে।
সম্পর্কিত খবর