কঙ্কালের হাত নয়, থ্রিডি প্রিন্টেড রোবট
ইটিএইচ জুরিখের গবেষক এবং যুক্তরাষ্ট্রের স্টার্টআপ ইংকবিট থ্রিডি যৌথভাবে একটি সফট রোবট তৈরি করেছে। মানুষের হাতের মতো করে তৈরি করায় রোবটটি জিনিস ধরতে, নড়াচড়া করতে এবং ভিন্ন ভিন্ন ভঙ্গি দেখাতে পারে। নরম উপাদানে তৈরি বলে রোবটটির সঙ্গে কাজ করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকবে না। স্লো কিউরিং প্লাস্টিকে তৈরি রোবটটি বেশ টেকসই বলে জানিয়েছেন গবেষকরা।