ডেলিভারির পণ্য প্যাকেট করছে রোবট
যুক্তরাজ্যের অনলাইন রিটেইল কম্পানি ওকাডো তাদের নতুন ওয়্যারহাউস পরিচালনা করছে রোবট দিয়ে। ব্যাটারিচালিত কয়েক হাজার রোবট প্রতি সপ্তাহে ৬৫ হাজার অর্ডার প্যাক করে। রোবটগুলো নিয়ন্ত্রণ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। ফুটবল মাঠের চেয়ে কয়েক গুণ বড় গ্রিড সিস্টেমের ওপর দিয়ে চলাচল করে রোবটগুলো।