ভাঁজ হবে হোন্ডার তৈরি ই-স্কুটার
জাপানিজ কম্পানি হোন্ডার তৈরি ই-স্কুটারটির নাম মটোকম্প্যাক্টো। এটির রেঞ্জ ১২ মাইল, সর্বোচ্চ গতি ১৫ মাইল। ই-স্কুটারটিতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ছোটখাটো লাগেজ রাখার জায়গা। চাইলে স্মার্টফোন থেকে ব্লুটুথের মাধ্যমে রাইড মোড ও লাইটিংসহ নানা সেটিংস চেঞ্জ করা যাবে।