বেছে বেছে আগাছা কাটবে রোবট
আগাছা তোলার জন্য রোবট তৈরি করেছে ফার্মওয়াইজ নামের একটি মার্কিন স্টার্টআপ। আগাছা তোলার কাজ করলেও গাছের কোনো ক্ষতি করবে না ‘ভলকান’ নামের রোবটটি। এতে আছে শত শত ধারালো ব্লেড।
এআইয়ের সাহায্যে ব্লেডগুলো বেছে বেছে শুধু আগাছা কাটবে।