kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

ফেইসবুকে ভিডিও কমেন্ট

১২ জুন, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবি, ইমোজি ও স্টিকারের পাশাপাশি এখন থেকে বন্ধুদের বিনিময় করা যেকোনো পোস্টে ভিডিও কমেন্ট করার সুযোগ মিলবে। স্টেটাস আপডেটও করা যাবে ভিডিওর মাধ্যমে। এ জন্য তেমন কষ্টও করতে হবে না, ফেইসবুকের কমেন্ট সেকশনের ক্যামেরা বাটন কাজে লাগিয়ে কম্পিউটার ও মোবাইল ফোনে থাকা ভিডিও সরাসরি আপলোড করা যাবে। এত দিন ক্যামেরা বাটনটি কাজে লাগিয়ে শুধু ছবি বিনিময়ের সুযোগ মিলত। কম্পিউটারের পাশাপাশি আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে এ সুবিধা মিলবে। নতুন এ সুবিধা চালুর পাশাপাশি ৩৬০ ডিগ্রি ফরম্যাটে তোলা ছবি বিনিময়ের সুযোগও চালু করেছে ফেইসবুক।

আব্দুল্লাহ ইব্রাহীম জাওয়াদ, সূত্র : দ্য ভার্জসাতদিনের সেরা