kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

শব্দকথা

বিশ্বজিৎ ঘোষ

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্/দুঃ উপসর্গযোগে গঠিত শব্দে ‘দু’ ব্যবহৃত হবে। যেমন : দুর্+জয়=দুর্জয়, দুর্+মূল্য=দুর্মূল্য, দুর্+নীতি=দুর্নীতি, দুর্+দিন=দুর্দিন, দুর্+ঘটনা=দুর্ঘটনা, দুর্+গতি=দুর্গতি, দুর্+অন্ত=দুরন্ত, দুঃ+সাহস=দুঃসাহস, দুঃ+স্বপ্ন=দুঃস্বপ্ন ইত্যাদি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে এসব শব্দে ‘দু’ স্থানে ‘দূ’ ব্যবহৃত হতে দেখা যায়। মনে রাখা দরকার, কেবল দূরত্ব/ দূরত্ববিষয়ক কিছু বোঝালে ‘দূ’ ব্যবহৃত হবে। যেমন : দূরবর্তী, দূরালাপনী, দূরবীক্ষণ, দূরযাত্রা, দূরদৃষ্টি ইত্যাদি।সাতদিনের সেরা