kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

এক মহাযুদ্ধের স্মৃতি

ফরিদুল ইসলাম, আশাশুনি, সাতক্ষীরা

১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক মহাযুদ্ধের স্মৃতি

পল বোমার। প্রথম মহাযুদ্ধে অংশগ্রহণকারী এক জার্মান যোদ্ধা, যিনি স্কুল শিক্ষকের অনুপ্রেরণায় ৯ জন সতীর্থের সঙ্গে ওয়েস্টার্ন ফ্রন্টে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন ইংরেজ ও ফরাসি বাহিনীর বিপক্ষে। এ সময় সদ্য গোঁফের রেখা গজানো পল নিজেকে আবিষ্কার করেন কখনো ট্রেঞ্জের ভেতর, কখনো কামানের গোলার আঘাতে তৈরি হওয়া মাটির গর্তে, আবার কখনো বা ভাঙা কবরের কফিনের নিচে। চোখের সামনে বন্ধুদের মৃত্যুর সাক্ষী হয়েছেন তিনি। তাঁর জীবনে গভীর রেখাপাত করে গেছে যুদ্ধের দুর্বিষহ স্মৃতি। জার্মান লেখক এরিক মারিয়া রেমার্কের কালজয়ী উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এখানে তিনি পল বোমারের জীবনীতে প্রথম মহাযুদ্ধের গল্প বলেছেন। ধারণা করা হয়, লেখক নিজে যুবক বয়সে যুদ্ধে অংশ নেন এবং তাঁর সে স্মৃতি পলের মুখে বিধৃত করেন। শক্তিশালী লেখনীর মাধ্যমে এরিক মারিয়া পাঠককে কখনো কাঁদিয়েছেন, কখনো বা হাসিয়েছেন। শেষ পর্যায়ে যুদ্ধবিরোধী মনোভাব গঠনে ভূমিকা রেখেছেন।সাতদিনের সেরা