রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১
যে যার বসতভিটার কাছে নিজস্ব নিয়ন্ত্রণে থাকে
বেকসুর খালাস থাকে আগুন পাখির পিঞ্জিরায়।
ভালোবাসার নীলিমায় নীল সবুজে সবুজ
তুমি প্রকৃতির প্রতিভা ধারায়।
অমলিন আকাশের প্রচ্ছদ নিয়ে
হূদয়কে ঢেকে রাখো, যা অদ্ভুত হারায়।
আমার ঘরবসতি আগুন পাখির পিঞ্জিরায়
আমার শিরা-উপশিরায় রক্তের আগুন বয়ে যায়।
সে আগুনের তপস্যা ও ধ্যানে
পাখি-মন ছটফট করে,
প্রকৃতির অনন্ত হাতছানিতে
সে পাখি ফেরে তার ঘরে।
আমার সবুজ প্রাণ সেখানেই বড় হয়, বেড়ে ওঠে...
সত্তার অস্তিত্বজুড়ে সুখের বাসর হয়ে ফোটে।
আগুন পাখির পিঞ্জিরায় থাকবে যদি এসো
উদয়াস্ত পাখির গানের নিবিড়তায় মেশো।
মন্তব্য