kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে

ফারুক আহম্মদ ও কাজল কায়েস   

৬ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুবিধাবঞ্চিত শিশুদের পাশে

লক্ষ্মীপুরের কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে চাঁদপুর শুভসংঘের বন্ধুরা

করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় অনেকটা অলস সময় কাটছিল সুবিধাবঞ্চিত শিশুদের। তাদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান। নিজ জেলার গন্ডি পেরিয়ে পাশের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকায় ছুটে যান তিনি। হায়দারগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে পেটপুরে শিশুদের খাওয়ান।   

শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খানসহ উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক মোস্তফা কামাল, শিক্ষক স্মৃতি কণা পাল, কালের কণ্ঠ‘র চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস, আলোর বাহনের সভাপতি গোলাম সাজদিন তাহমিদ, সাধারণ সম্পাদক সুষ্মিতা পাল, সজিব মাহমুদ মিহান, হাওলাদার মো. সুমন, বাহার হোসেন, লাইট ফর হিউমিনিটির সামিয়া তাসনিম প্রমূখ।

মন্তব্য