গায়ে এপ্রোন জড়িয়ে হেমন্তের সকালে নিজেদের ক্যাম্পাসে জড়ো হয়েছেন বেশ কিছু তরুণ ভবিষ্যৎ ডাক্তার, যেন একঝাঁক সাদা পায়রা। আজ থেকে নতুন করে শুরু তাঁদের এই একত্রে পথচলা। তাঁরা সবাই নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। এত দিন সবাই ক্লাসে এসেছেন, আবার ক্লাস করে বাসায় ফিরে গেছেন।
নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ
সেবার মানসিকতায় তৈরি হোক আগামীর চিকিৎসকরা
- শুভসংঘের নতুন কমিটি
জাকারিয়া জামান

গত ২৬ অক্টোবর বুধবার নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের হলরুমে শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়।
নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে প্রধান উপদেষ্টা করে গঠন করা নতুন কমিটির অন্য উপদেষ্টারা হলেন অধ্যক্ষ ডা. শেখ আকবর হোসেন, অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ডা. আবু ইউসুফ মিয়া ও অধ্যাপক ডা. ব্রি. জে. (অব.) খুরশিদ আলম। শিক্ষার্থীদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা হয় ফাহমুদুর রহমান তনুকে এবং অবিনাশ সরকারকে সাধারণ সম্পাদক। কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি বিজন রায় ও মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক মারুফুর রহমান ও গাজী সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিন গনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তামজীদ হাসান, কোষাধ্যক্ষ জাবেদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্চারী সরকার শ্রেয়া, সমাজকল্যাণ সম্পাদক নাজিম উদ্দীন, ক্রীড়া সম্পাদক নিরালা নেপালী ও নারীবিষয়ক সম্পাদক লামিয়া সরকার।
শুভসংঘের কমিটি গঠন প্রসঙ্গে ড. আবু ইউসুফ আব্দুল্লাহ বলেন, ‘সরকারি মেডিক্যাল কলেজে আসনস্বল্পতা ও গ্রামবাংলার অবহেলিত বিশাল চিকিৎসাবঞ্চিত জনসংখ্যার স্বাস্থ্যসেবায় চিকিৎসকের চাহিদার কথা বিবেচনা করে নর্দান মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয় একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে। শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার পাশাপাশি তাদের মধ্যে সেবার মানসিকতা তৈরিতে কাজ করে যাচ্ছেন আমাদের শিক্ষকরা। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের চিকিৎসক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এখন শুভসংঘের সঙ্গে যুক্ত হয়ে তাদের এই মনোবল আরো বাড়বে। গরিব-দুঃখী মানুষের সেবায় আত্মনিয়োগ করবে তারা।’
কলেজের অধ্যক্ষ শেখ আকবর হোসেন বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দক্ষ চিকিৎসক তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে দেশেই ভালো চিকিৎসক তৈরি হয় এবং রোগীরা প্রয়োজনীয় সেবা পায়। এখন আমাদের শিক্ষার্থীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আরো বেশি করে সেবার মানসিকতা অর্জন করবে। দেশের দুর্যোগে তারা অবহেলিতদের পাশে দাঁড়াবে।’
নতুন কমিটির সভাপতি ফাহমুদুর রহমান বলেন, আমাদের সবার স্বপ্ন ভালো চিকিৎসক হওয়া, সেই সঙ্গে ভালো মানুষ হওয়া। আমরা শুভসংঘের সঙ্গে মিলে অসহায়ের পাশে দাঁড়াব। চিকিৎসাসেবায় নিজেদের বিলিয়ে দেব।
লামিয়া সরকার বলেন, মেডিক্যালে ভর্তি হওয়ার পর থেকেই কোনো একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ভালো কাজ করতে চেয়েছিলাম। আজ সেই ইচ্ছা পূর্ণ হলো। সবাই মিলে কল্যাণমূলক নানা কাজে আত্মনিয়োগ করব। পড়াশোনার পাশাপাশি দেশসেবায় আমরা কাজ করব। আমরা তরুণরা যদি দেশ ও সমাজের সেবায় এগিয়ে আসি, তা হলে অন্যরাও আমাদের মতো এগিয়ে আসবে।
সম্পর্কিত খবর

বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ
- মো. মিজানুর রহমান, ওসি, পাটগ্রাম থানা লালমনিরহাট

প্রান্তিক পর্যায়ের সীমান্ত এলাকার দারিদ্র্যপীড়িত, অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তারা পিছিয়ে পড়া নারীদের জন্য যে কাজ করছে, সেটা প্রশংসাযোগ্য। আমি দাবি জানাই, আমাদের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যেন বসুন্ধরার মতো অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসে। যারা এ ধরনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কাজ করবে, তাদের সাহায্য করবে।

নিঃসন্দেহে মহৎ কাজ
- দীন মোহাম্মদ আসাদুল্লাহ্, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট

গ্রামীণ দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ যে কাজগুলো করছে, এটা নিঃসন্দেহে অনেক মহৎ কার্যক্রম। কারণ ছিন্নমূল, অসহায়, দুস্থ নারীদের মধ্যে প্রশিক্ষণ শেষে উপহার হিসেবে সেলাই মেশিন বিতরণ ব্যতিক্রমী আইডিয়া। এই মেশিনই একদিন অসচ্ছল নারীদের বাঁচার অবলম্বন হয়ে দাঁড়াবে। এ ধরনের উদ্যোগ আমার দেখা সব ভালো কার্যক্রমের মধ্যে একটি।

মেশিনটি একটি পরিবারের বাঁচার অবলম্বন
- মো. মাহমুদুন-নবী, ওসি, হাতীবান্ধা থানা লালমনিরহাট

বিনামূল্যে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ আধুনিক ও টেকসই আইডিয়া। এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলার নারীদের, বিশেষ করে অনগ্রসর নারীদের জীবন ও জীবিকা এগিয়ে নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানাই। এটি অত্যন্ত মহতী একটি উদ্যোগ। ভবিষ্যতেও এই শিল্পগোষ্ঠী তাদের মহৎ কাজগুলো আরো বেগবান করবে—এমনটাই আশা করি।

বসুন্ধরাকে দেখে অন্যরাও এগিয়ে আসুক
- মনোয়ার হোসেন লিটন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাটগ্রাম উপজেলা শাখা, লালমনিরহাট

সেলাই মেশিন প্রদানের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘ অসহায় সুবিধাবঞ্চিত নারীসমাজকে এগিয়ে নিতে যে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা অনুকরণীয় ও অনুসরণীয়। তাদের সাধুবাদ জানাই। বসুন্ধরা তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে, এটাই কামনা করছি। পাশাপাশি সব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসার আহবান জানাই।