পৌর সদর এলাকা ছাড়াও কুমিল্লার নাঙ্গলকোট শুভসংঘের বন্ধুরা কাজ করছেন অন্যান্য এলাকায়। গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছুটে যাচ্ছেন তাঁরা। কাজ করছেন সমাজের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে। যে গ্রামে স্যানিটেশন নেই, সেখানে স্যানিটেশনের ব্যবস্থা করে দিচ্ছেন।
শীতার্ত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
এ কে এম মারুফ হোসেন

ভালো কাজের ধারাবাহিকতায় এবার গরিব ও অসহায় শিশু-কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন নাঙ্গলকোট শুভসংঘের বন্ধুরা।
এম আর কামরুল ইসলাম বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা সবাই যদি গরিব-দুঃখী মানুষের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে তারা আর পিছিয়ে থাকবে না। আমরা শুভসংঘের মাধ্যমে সবাইকে সহযোগিতা করতে চাই।
সম্পর্কিত খবর

বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ
- মো. মিজানুর রহমান, ওসি, পাটগ্রাম থানা লালমনিরহাট

প্রান্তিক পর্যায়ের সীমান্ত এলাকার দারিদ্র্যপীড়িত, অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তারা পিছিয়ে পড়া নারীদের জন্য যে কাজ করছে, সেটা প্রশংসাযোগ্য। আমি দাবি জানাই, আমাদের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যেন বসুন্ধরার মতো অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসে। যারা এ ধরনের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কাজ করবে, তাদের সাহায্য করবে।

নিঃসন্দেহে মহৎ কাজ
- দীন মোহাম্মদ আসাদুল্লাহ্, ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার, বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট

গ্রামীণ দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ যে কাজগুলো করছে, এটা নিঃসন্দেহে অনেক মহৎ কার্যক্রম। কারণ ছিন্নমূল, অসহায়, দুস্থ নারীদের মধ্যে প্রশিক্ষণ শেষে উপহার হিসেবে সেলাই মেশিন বিতরণ ব্যতিক্রমী আইডিয়া। এই মেশিনই একদিন অসচ্ছল নারীদের বাঁচার অবলম্বন হয়ে দাঁড়াবে। এ ধরনের উদ্যোগ আমার দেখা সব ভালো কার্যক্রমের মধ্যে একটি।

মেশিনটি একটি পরিবারের বাঁচার অবলম্বন
- মো. মাহমুদুন-নবী, ওসি, হাতীবান্ধা থানা লালমনিরহাট

বিনামূল্যে তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ আধুনিক ও টেকসই আইডিয়া। এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলার নারীদের, বিশেষ করে অনগ্রসর নারীদের জীবন ও জীবিকা এগিয়ে নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানাই। এটি অত্যন্ত মহতী একটি উদ্যোগ। ভবিষ্যতেও এই শিল্পগোষ্ঠী তাদের মহৎ কাজগুলো আরো বেগবান করবে—এমনটাই আশা করি।

বসুন্ধরাকে দেখে অন্যরাও এগিয়ে আসুক
- মনোয়ার হোসেন লিটন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাটগ্রাম উপজেলা শাখা, লালমনিরহাট

সেলাই মেশিন প্রদানের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘ অসহায় সুবিধাবঞ্চিত নারীসমাজকে এগিয়ে নিতে যে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা অনুকরণীয় ও অনুসরণীয়। তাদের সাধুবাদ জানাই। বসুন্ধরা তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে, এটাই কামনা করছি। পাশাপাশি সব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসার আহবান জানাই।