নবীগঞ্জের দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার নাগ প্রেষণে উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করছেন। এতে শিক্ষকসংকটের কারণে তাঁর স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদানে বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে স্কুলের পক্ষ থেকে শিক্ষা অফিসে আবেদন করা হলেও কোনো লাভ হয়নি।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াছ মিয়া জানান, সহকারী শিক্ষক অসীম কুমার নাগ দেড় বছর ধরে স্কুলে না আসায় পাঠদানে বিঘ্ন ঘটছে।