kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

শিক্ষকসংকটে পাঠদানে বিঘ্ন প্রেষণে শিক্ষা অফিসে শিক্ষক

হবিগঞ্জ প্রতিনিধি   

২৭ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনবীগঞ্জের দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার নাগ প্রেষণে উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করছেন। এতে শিক্ষকসংকটের কারণে তাঁর স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদানে বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে স্কুলের পক্ষ থেকে শিক্ষা অফিসে আবেদন করা হলেও কোনো লাভ হয়নি।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াছ মিয়া জানান, সহকারী শিক্ষক অসীম কুমার নাগ দেড় বছর ধরে স্কুলে না আসায় পাঠদানে বিঘ্ন ঘটছে।

সহকারী শিক্ষক অসীম কুমার নাগ জানান, তাঁকে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রেষণে কাজ করতে নেওয়া হয়েছে।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাশ জানান, তিনি আসার আগে থেকেই অসীম কুমার নাগ সেখানে কাজ করছেন। তবে এ ব্যাপারে তাঁর কাছে কোনো লিখিত কাগজপত্র নেই।

 

 

মন্তব্যসাতদিনের সেরা