আগেই জানা গেছে, চলচ্চিত্র নির্মাণের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে ৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান দেওয়া হবে। এর মধ্যে থাকবে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ১ জুলাই দিবাগত রাতে প্রকাশিত হয়েছে সরকারি অনুদানের প্রজ্ঞাপন। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে ৭৫ লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণকারীরা পাবেন ২০ লাখ টাকা।
চলচ্চিত্রে অন্তর্বর্তী সরকারের অনুদান
৩২ চলচ্চিত্রের জন্য বরাদ্দ ৯ কোটি
রংবেরং প্রতিবেদক

যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে : শিশুতোষ শাখায় জগন্ময় পালের প্রযোজনায় ‘রবিনহুডের আশ্চর্য অভিযান’। প্রামাণ্যচিত্র শাখায় লাবিব নামজুছ ছাকিবের প্রযোজনায় ‘মায়ের ডাক’। রাজনৈতিক ইতিহাস [আবহমান বাংলার সকল রাজনৈতিক অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লব] শাখায় মাহমুদুল ইসলামের ‘জুলাই’। সাংস্কৃতিক ইতিহাস [বাংলার ঐতিহ্য, মিথ ও ফোকলোর সংক্রান্ত] শাখায় হাসান আহম্মেদ সানির প্রযোজনায় ‘রুহের কাফেলা’।
স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্রের তালিকায় রয়েছে—শিশুতোষ শাখায় মাহবুব আলমের প্রযোজনায় ‘মন্দ-ভালো’। প্রামাণ্যচিত্র শাখায় সাব্বিরের প্রযোজনায় ‘ফেলানী’, তাফজিরা রহমান সামিয়ার প্রযোজনায় ‘ঝুঁকির মাত্রা’ এবং জাহিদ হাসানের প্রযোজনায় ‘জীবনের গান’। রাজনৈতিক ইতিহাস শাখায় শ্রী অভীক চন্দ্র তালুকদারের প্রযোজনায় ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই’, মোহাম্মদ সাইদুল আলম খানের ‘ভরা বাদর’ এবং সালমান নূরের ‘১২৩০’।
জুলাই নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রে আরো পাঁচ কোটি
১ জুলাই রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, ‘জুলাই নিয়ে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে।
অনুদান নিয়ে কী বলছেন নির্মাতা-প্রযোজক ও জুরি বোর্ডের সদস্যরা
এবারের অনুদান ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম ডি শামসুল আলম বলেন, ‘চলচ্চিত্রের এই অনুদান সরকারি টাকা ধ্বংস করা ছাড়া আর কিছুই না, সরকারের টাকা মানে জনগণের টাকা। কোটি কোটি টাকার এই সরকারি অনুদান চলচ্চিত্রের উন্নয়নে কোনো কাজেই আসবে না। তাই অনুদানের নামে সরকারি টাকা ধ্বংস করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
নির্মাতা নুরুল আলম আতিক এবারের অনুদান নিয়ে ভালো-মন্দ উভয় দিকই দেখছেন। তিনি বলেন, ‘জানি না কারা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে যাঁরা পাননি তাঁদের ঠকানো হয়েছে কি না! তবে একটা দিক ভালো লেগেছে, এবার অনেক তরুণ নির্মাতা অনুদান পেয়েছেন। তাঁরা ভালো করলে চলচ্চিত্রের জন্য সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে শুনেছি, একই ধরনের কমিটিতে [চলচ্চিত্র বিষয়ক পরামর্শক কমিটি] থেকেও কেউ কেউ অনুদান পেয়েছেন। এটা ঠিক হয়নি। তাঁদের আবেদন করাটাই তো উচিত নয়। আপনি যখন সরকারি কোনো কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, তখন তো সুযোগ নেওয়াটা অন্যায়।’
তবে এবার সবচেয়ে ভালো বিচার-বিশ্লেষণ করেই অনুদান দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জুরি বোর্ডের সদস্য ও নির্মাতা আকরাম খান। তিনি সরকারি অনুদানে এর আগে দুটি ছবি—‘খাঁচা’ ও ‘নকশীকাঁথার জমিন’ নির্মাণ করেছেন। আকরাম খান বলেন, ‘আমরা যে ছবিগুলোকে সর্বোচ্চ মার্ক দিয়েছি সেই ছবিগুলোই অনুদান পেয়েছে। হলফ করে বলতে পারি, কোনো চাপ ছাড়াই আমরা আমাদের কাজ করতে পেরেছি। কেউ যদি অনুদান নিয়ে প্রশ্ন তোলেন তাহলে সেটা ঠিক হবে না।’
♦ এবারই সর্বোচ্চ ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে। এর আগে সর্বোচ্চ ৩০টি ছবি অনুদান পেয়েছে।
♦ গত বছর ২০টি চলচ্চিত্র অনুদান পেলেও এবারের চেয়ে অর্থ বেশি ছিল। সেবার ৭৫ লাখ টাকা করে ১৬টি ছবি মোট ১২ কোটি টাকা ও ৫০ লাখ করে চারটি ছবি দুই কোটি টাকা পেয়েছিল। মোর্ট অর্থের পরিমাণ ছিল ১৪ কোটি টাকা।
♦ এই সপ্তাহে অনুদানের জন্য আরো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
♦ এবারের অনুদান নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু সমালোচনা। চলচ্চিত্রের অন্য কমিটিতে থেকেও সরকারি অনুদান লাভের অভিযোগও উঠেছে।
♦ এবার শুধু প্রযোজকের নাম প্রকাশ করা হয়েছে, নির্মাতার নাম রাখা হয়নি। এটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
ফাউন্ডেশন সিজন ৩

শুক্রবার অ্যাপল টিভি প্লাসে এসেছে জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন সিরিজ ‘ফাউন্ডেশন—সিজন ৩’। রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক আইজ্যাক আসিমভের লেখা একই নামের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন রুপার্ট স্যান্ডার্স। গল্পের পরতে পরতে রয়েছে ঝুঁকিপূর্ণ নাটকীয়তা, যেখানে এক রহস্যময় টেলিপ্যাথ ‘দ্য মিউল’-এর কারণে হুমকির মুখে পড়ে ছায়াপথের ক্ষমতার ভারসাম্য। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ক্যাসিয়ান বিলটন, লরা বিয়ার্ন ও জ্যারেড হ্যারিস।

চলচ্চিত্র
প্রেম পিয়াসী

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাজীব। পরিচালক রেজা হাসমত। সকাল ১০টা, বৈশাখী টিভি।
গল্পসূত্র : কলেজের অনুষ্ঠানে নিজেরই লেখা একটি গান গাওয়ার পরিকল্পনা করে হৃদয়।

আরো খবর

■ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা’। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নাচগানে মেতে উঠবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরেরজাহান, আলিফ, আর্নিকসহ অনেকে।
■ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন।

দুর্গাপূজায় টালিগঞ্জে নওশাবার অভিষেক
রংবেরং প্রতিবেদক

এবার টালিগঞ্জে অভিষেক হতে চলেছে বাংলাদেশের কাজী নওশাবা আহমেদের। দুর্গাপূজায় মুক্তি পাবে তাঁর অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’। দুই বছর আগেই অনিক দত্তের ছবিটির শুটিং করেছেন নওশাবা। ১১ জুলাই প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।