গুড ডক্টর
দীপ্ত টিভিতে বাংলায় চলছে তুর্কি ধারাবাহিক ‘মুচিজে ডক্টর’ [২০১৯-২০২১]। দক্ষিণ কোরিয়ার সিরিজ ‘গুড ডক্টর’ [২০১৩] অবলম্বনে নির্মিত হয়েছে এটি। বাংলায় এর নাম রাখা হয়েছে কোরিয়ান সিরিজের নামানুসারে। বাংলা সংলাপ রচনা ও সম্পাদনায় দীপ্ত টিভির নিজস্ব টিম।