বাবা দিবস উপলক্ষে তৈরি হয়েছে গানচিত্র ‘বাবা শুনতে কি পাও’। কথা লেখার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন শিরিন চৌধুরী। সুর ও সংগীত করেছেন প্রান্তিক সুর। এই গানচিত্রে মডেল হয়েছেন অভিনেতা আবুল হায়াত ও রিচি সোলায়মান, নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।
বাবা দিবসের গানচিত্রে আবুল হায়াত-রিচি
রংবেরং প্রতিবেদক

চয়নিকা চৌধুরী বলেন, ‘গানচিত্রে একটি সুন্দর সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। হায়াত আংকল খানিকটা অসুস্থ ছিলেন।
গানটি প্রকাশ পাবে ১৫ জুন, ‘সিংগিস্টিক’-এর ইউটিউব চ্যানেলে।
সম্পর্কিত খবর

অন্তর্জাল
আপ জ্যায়সা কোয়ি

নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক সোনির রোমান্টিক-কমেডি ‘আপ জ্যায়সা কোয়ি’। সংস্কৃত ভাষার অধ্যাপক শ্রীরেনু সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলে। মধ্যবয়সে এসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মধুর সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাগদানও হয়।

চলচ্চিত্র
অঙ্গার

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ।

টিভি হাইলাইটস
টকিং মুভিজ

বিবিসি নিউজে দুপুর ২টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘টকিং মুভিজ’। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।
।

কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ
রংবেরং প্রতিবেদক

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে ‘বিশ্বাসে মিলায় বন্ধু’র দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ইরফান সাজ্জাদ। তিনি কথা বলেছেন আগামীকাল মুক্তি পেতে যাওয়া ‘আলী’সহ অন্যান্য বিষয় নিয়ে। অনেক না-বলা কথা।