ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

মা ও শাশুড়িকে নিয়ে নীলচক্র দেখেছি

  • এবার ঈদে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা গেছে প্রিয়ন্তী উর্বীকে। বড় পর্দায় ‘নীলচক্র’ আর ছোট পর্দায় এসেছে তাঁর অভিনীত ছয়টি নাটক। উর্বীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
মা ও শাশুড়িকে নিয়ে নীলচক্র দেখেছি
প্রিয়ন্তী উর্বী। ছবি : সংগৃহীত

ঈদ কেমন কেটেছে?

খুবই ভালো কেটেছে। শ্বশুরবাড়িতেই ছিলাম এবার। আমার মা-ও এসেছিলেন। ঈদের দিন কোরবানির মাংস কাটা, ভাগাভাগি করা, রান্নাবান্না করাকত কী না করলাম! দেখতে দেখতেই দিনটা কেটে গেছে।

পরের দিন মা ও শাশুড়িকে নিয়ে আমার সিনেমা নীলচক্র দেখতে গিয়েছিলাম। এই অনুভূতি অন্য রকম। এত দিন আমার মা অভিনয় দেখে খুশি হয়েছেন, এবার যুক্ত হলেন শাশুড়ি। আমার একটা কষ্টের দৃশ্য দেখে শাশুড়ি মা কেঁদেছেন।
আমার প্রতি তাঁর যে ভালোবাসা, স্নেহ, মায়াএটা কখনো ভুলব না। মেয়েরা সব সময় ভাবে, শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে কি না; সত্যি বলতে কি, আমিও তা ভাবতাম। তবে আমার সৌভাগ্য, মনের মতো একটা শ্বশুরবাড়ি পেয়েছি। কখনো মনে হয় না যে বাবার বাড়ি রেখে অন্য কোনো বাড়িতে আছি।

 

নীলচক্র কেমন চলছে?

আমি দুই দিন হলে গিয়েছিলাম। কাউকে বলেও যাইনি, সরাসরি দর্শক প্রতিক্রিয়া দেখার জন্যই নিজে থেকে গিয়েছি। দুই দিনই হাউসফুল দেখেছি। দর্শক কমেডির সময় হাসে, ড্রামার সময় কাঁদে। একটা ছবিতে আর কী লাগে! দর্শক শো শেষে বেরিয়ে আমার চরিত্র, মন্দিরা ও শুভ ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলেছে।

ছবিতে আমরা যে বার্তাটা সবাইকে দিতে চেয়েছি সেটা সার্থক হয়েছে। দর্শককে বলতে শুনেছি, দারুণ একটা ছবি, সমাজের মানুষকে সচেতন করবে ছবিটি।

 

ঈদে আরো পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো দেখবেন না?

নিজের ছবি মুক্তি পেলে সেটা নিয়েই তো ব্যস্ত থাকতে হয়। এখনো প্রচার-প্রচারণায় কাজ করছি। আজও [মঙ্গলবার] হলে গিয়েছিলাম। বিকেলে ফিরলাম। তবে তাণ্ডব আর ইনসাফ দেখার ইচ্ছা আছে। একটু সময় করে উঠতে পারলে অন্য ছবিগুলোও দেখব।

 

ছোট পর্দার সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ এবার ঈদে বেশ সাড়া ফেলেছেন। তাঁদের নিয়ে আপনার মন্তব্য কী?

দুজনই আমার সিনিয়র শিল্পী। সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ আগে থেকেই প্রতিষ্ঠিত অভিনেত্রী। দুজনেরই ফ্যান বেইস আছে। সিনেমা মুক্তির আগেই তো লিচুর বাগানেআকাশেতে লক্ষ তারা দিয়ে দুজনই সাফল্য পেয়েছেন। তাণ্ডব-এ শাকিব খান আছেন। ঈদের ছবিগুলোর মধ্যে অবশ্যই ছবিটি ব্যবসায় এগিয়ে থাকবে। ইনসাফও ভালো যাচ্ছে। আমার মনে হয়, সাবিলা ও তাসনিয়া আপুদুজনই সিনেমায় নিয়মিত কাজ করবেন।

 

ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে আপনাকে। সেগুলোর সাড়া পেলেন কেমন?

এবার ছয়টি নাটক এসেছে আমার। সব কটিতেই বেশ সাড়া পেয়েছি। বিশেষ করে বাবলার যাদুর বাক্স, শুধু একবার বলো নাটকগুলো দর্শক অনেক পছন্দ করেছে। প্রতিটি নাটকেরই গল্পে ভিন্নতা ছিল। কাজ করেও বেশ আনন্দ পেয়েছি।

 

ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন না?

আমার ক্যারিয়ার শুরু হয়েছিল ওটিটিতে। অথচ এখন কাজ করছি না। আমি তো কারো বন্ধু, গার্লফ্রেন্ড বা আত্মীয় নই। আমাকে কেন ডাকবে বলেন? এখানে বড় কোনো কাজ হলে আগে ডাকা হয় স্টারদের। পরে খোঁজা হয় গার্লফ্রেন্ড বা বন্ধুদের। আমি তো আগেও নিজেকে প্রমাণিত করেছি ভালো ভালো কাজ দিয়ে। তাহলে এখন কেন ডাক পাচ্ছি না?

 

আরো কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছিলেন। সেগুলোর খবর কী?

নিঃশব্দে, বকুলের বুকে রক্তকরবীজুন নামের তিনটি ছবিতে কাজ করেছি। নিঃশব্দ এখন মুম্বাইয়ে, পোস্ট-প্রডাকশনের কাজ চলছে। বকুলের বুকে রক্তকরবীও শেষের পথে। জুন ছবিটি ২০২২ সালের দিকে শুটিং শেষ করেছি। আন্তর্জাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়ার কথা।

 

 

শুটিংয়ে ফিরবেন কবে?

১৫ জুন থেকে একটি নতুন নাটকের শুটিং করব। ২০ জুনে আরেকটি নাটকের শিডিউল দেওয়া। আশা করছি, এরপর আরো কয়েকটি নতুন কাজের খবর দিতে পারব।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

আপ জ্যায়সা কোয়ি

শেয়ার
আপ জ্যায়সা কোয়ি
‘আপ জ্যায়সা কোয়ি’ ছবির দৃশ্য

নেটফ্লিক্সে শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক সোনির রোমান্টিক-কমেডি আপ জ্যায়সা কোয়ি। সংস্কৃত ভাষার অধ্যাপক শ্রীরেনু সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলে। মধ্যবয়সে এসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় মধুর সঙ্গে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, বাগদানও হয়।

হঠাৎ বেঁকে বসে শ্রীরেনু, ভেঙে দেয় বাগদান। ছবিটির অভিনয়ে আছেন আর মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

অঙ্গার

শেয়ার
অঙ্গার
‘অঙ্গার’ ছবির দৃশ্য

অভিনয়ে ওম, জলি। পরিচালনা ওয়াজেদ আলী সুমন ও নেহাল দত্ত। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর-পূর্বের এক গ্রাম, যেখানে প্রেম-ভালোবাসা শাস্তিযোগ্য অপরাধ।

ভয়ংকর সে পরিণতি জানার পরও প্রেমে জড়ায় বিশু ও মায়া। পরিবার তাদের প্রেম মেনে নেয় না। দফায় দফায় মারধরের পরও হাল ছাড়ে না তারা। শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে দুপুর ২টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি ইরফান সাজ্জাদ
উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও ইরফান সাজ্জাদ

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি ইরফান সাজ্জাদ। তিনি কথা বলেছেন আগামীকাল মুক্তি পেতে যাওয়া আলীসহ অন্যান্য বিষয় নিয়ে। অনেক না-বলা কথা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ