‘নীলচক্র’ ছবির গান ‘এই শহরের অন্ধকারে’ প্রকাশিত হয়েছে। এর সংগীতায়োজন করেছেন আপনি। গানটি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই...
এই গানে র্যাপার শাফায়াতকে আমি ফিচার করেছি। লেখা শাফায়াতের, গেয়েছেও সে।
‘নীলচক্র’ ছবির গান ‘এই শহরের অন্ধকারে’ প্রকাশিত হয়েছে। এর সংগীতায়োজন করেছেন আপনি। গানটি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই...
এই গানে র্যাপার শাফায়াতকে আমি ফিচার করেছি। লেখা শাফায়াতের, গেয়েছেও সে।
শাফায়াত হিপহপ গান করেন। এই জনরার গান নিয়ে আপনার ভাবনা কেমন?
যেহেতু মিউজিশিয়ান, সব ধরনের গানই শুনি। মিউজিকে তো কোনো সীমাবদ্ধতা নেই।
‘নীলচক্র’তে কি আপনার আর কোনো গান রয়েছে?
হ্যাঁ, আরেকটা গান আছে। সেটাও ভিন্ন আঙ্গিকের।
এই ছবিতে অভিনয়ও করেছেন শুনলাম...
ঠিক অভিনয় কি না, বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে। এর বেশি কিছু এখন বলা যাবে না।
ঈদে আর কোনো গান আসবে?
দু-একটা গান করেছি, তবে ঈদে আসবে কি না, শিওর নই। সিনেমার একটি গান করেছি কোনালের সঙ্গে। খুবই সুন্দর রোমান্টিক গান। ওটা অবশ্য এই ঈদে আসবে না। তবে গানটা দারুণ হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে।
আপনার নিজের গানের ব্যস্ততা কেমন?
অনেক গানের কাজ অর্ধেক করে রেখে দিয়েছিলাম। সেগুলো এক এক করে সম্পূর্ণ করছি। কয়েকটা গানই প্রস্তুত হয়েছে। এই ঈদে একটা প্রকাশ করতে পারি। আসলে আমরা তো মিউজিশিয়ান, চেষ্টা থাকে ভিন্ন ধাঁচের গান করতে। একই ধরনের গান করতে করতে আমরাও বিরক্ত হয়ে যাই। তবু শ্রোতাদের ভালোলাগার কথা ভেবে কিছু গান করতে হয়। নিজের গানগুলোতে দুটি দিকই সমন্বয় করার চেষ্টা করছি।
কনসার্টে আপনাকে কমই পাওয়া যায়। কেন?
ইচ্ছাকৃত কম করি, ব্যাপারটা এমন নয়। আসলে লাইভ কনসার্টের ক্ষেত্রে অনেকগুলো বিষয় ভাবতে হয়। স্টেজ, সাউন্ড, পারিশ্রমিক সব কিছু মিলিয়ে জুতসই হলে তবেই কনসার্ট করি। শুধু করার জন্য কনসার্ট করলেই তো হয় না, প্রপারলি করা উচিত। তাই আমার কনসার্টের সংখ্যা কম। কিছু শোয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, দেখা যাক।
ব্যান্ডের সময়টা মিস করেন? আপনাকে নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে ব্যান্ড কমিউনিটিতে মাঝেমধ্যেই চর্চা হয়, তারা আপনাকে মিস করে...
হ্যাঁ, এখনো মিস করি। ইনফ্যাক্ট আমি কনসার্টে যে পারফরম্যান্স করি, সেটা ব্যান্ডের বালাম হয়েই করি। ‘রেনিগেডস’ ব্যান্ড দিয়ে আমার পথচলা শুরু। এরপর ‘ওয়ারফেজ’-এ ছিলাম আট বছর। পরে একক ক্যারিয়ারে শিফট হলেও ব্যান্ডের স্মৃতি, মনোভাব রয়ে গেছে। এখন স্টেজে শ্রোতারা হয়তো একক শিল্পী বালামকে দেখেন; কিন্তু আসলে ব্যান্ডের বালামই স্টেজে ওঠে। সেই রকিং ব্যাপারটা এখনো আমার মধ্যে চলে আসে।
সম্পর্কিত খবর
গতকাল জিও হটস্টারে মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘সরজমিন’। মুক্তির পর থেকে প্রশংসাও পাচ্ছে বেশ। কাশ্মীরে এক বিশেষ মিশনে যায় কর্নেল বিজয় মেনন। সেখানে গিয়ে তার ধারণা হয়, তার নিজেরই পুত্র সন্ত্রাসীদের সঙ্গে জড়িত।
অভিনয়ে শাবানা, আলমগীর, সালমান শাহ, মৌসুমী। পরিচালনায় গাজী মাজহারুল আনোয়ার। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : ধনীর মেয়ে ইলা।
বিবিসি নিউজে দুপুর ১টা ৩০ মিনিটে রয়েছে আমেরিকান লেখক অ্যান প্যাচেটের সাক্ষাৎকার। এক সাধারণ লেখক থেকে তিনি কিভাবে বেস্ট সেলিং লেখক হয়ে উঠেছেন, কিভাবে গড়ে তুলেছেন বইয়ের দোকান, সেসব গল্প জানিয়েছেন উপস্থাপক ক্যাটি কের কাছে।
।এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্স, চিত্রনাট্য মোহসিনা আরফিন ও গোলাম মুক্তাদির। পরিচালনা গোলাম মুক্তাদির।