ঈদে এটিএন বাংলার জন্য ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ নির্মাণ করে থাকে ফাগুন অডিও-ভিশন। গতকাল তারা জানাল, এবারের ঈদের ‘পাঁচফোড়ন’-এর আদ্যোপান্ত। ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়েছে বিশেষ এই ‘পাঁচফোড়ন’। তাদের আলাপনের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং।
ঈদের ‘পাঁচফোড়ন’ উপস্থাপনায় সারিকা-ইরফান
রংবেরং প্রতিবেদক

‘পাঁচফোড়ন’-এর বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, আনোয়ার শাহী, আশরাফুল আলম সোহাগ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, বিনয় ভদ্র, সুজাত শিমুল, সঞ্জীব আহমেদ, শাওন মজুমদারসহ আরো অনেকে।
ঈদের পর দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘পাঁচফোড়ন’, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
সম্পর্কিত খবর

আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা’। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।
ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।
কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

অন্তর্জাল
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ ‘লেটার ফ্রম দ্য পাস্ট’। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

চলচ্চিত্র
পেয়ারার সুবাস

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

টিভি হাইলাইটস
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ‘ডেডলিয়েস্ট ক্যাচ’-এর পর্ব ‘৪৫০ মাইল স্টর্ম’। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।
।