সিটি লাইফ
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’। রচনা শাহরিয়ার তাসদির, পরিচালনা নজরুল ইসলাম রাজু। অভিনয়ে এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, শামীমা নাজনীন প্রমুখ।
টক টু আল জাজিরা
বিকেল ৩টা ৩০ মিনিটে আল জাজিরায় রয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান।