ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মহররম ১৪৪৭
৭ বছর পর লাক্স সুপারস্টার প্রতিযোগিতা

বিচারকের আসনে জয়া, মেহজাবীন ও রাফী

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
বিচারকের আসনে জয়া, মেহজাবীন ও রাফী
এবারের আসরের তিন বিচারক—জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী

সাত বছর পর আবার শুরু হতে যাচ্ছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা। ২০১৮ সালে শেষবার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সেবার জয়ী হয়েছিলেন মিম মানতাসা। ৬ মে শুরু হয়েছে নতুন ‘লাক্স সুপারস্টার’ খোঁজা প্রতিযোগিতার রেজিস্ট্রেশন।

চলবে ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়ালিটি শোতে।

এবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার করা রেজিস্ট্রেশন লিংকে গিয়ে করতে হবে ফরম পূরণ।

বর্তমান সময়ের কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে রিয়ালিটি শোর ফরম্যাটে। অ্যাক্টিং ও স্টাইলিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে কনটেন্ট মেকিংয়ের যোগ্যতা। ১৬ মে লাক্সের ফেসবুক পেজে শেয়ার করা হয় প্রমোশনাল ভিডিও। সেই ভিডিও শেয়ার করেন এই প্রতিযোগিতার একসময়ের চ্যাম্পিয়ন ও এবারের আসরের বিচারক মেহজাবীন চৌধুরী।
লেখেন, ‘২০০৯-এ যখন আমি লাক্স সুপারস্টারে রেজিস্ট্রেশন করলাম, সত্যি বলতে আমিও তখন একটু নার্ভাস ছিলাম। এত বড় একটা প্ল্যাটফর্ম, বড় বড় মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা, সবটা নিয়েই। কিন্তু এই প্ল্যাটফর্মই আমাকে সাহস দিয়েছে এত দূর আসার। এবার যারা পার্টিসিপেট করছ, তাদের সঙ্গে আমি থাকব শুরু থেকে শেষ পর্যন্ত।’

জয়া, মেহজাবীন ও রাফী ছাড়াও প্রতিযোগিতার প্রমোশনে অংশ নিচ্ছেন সাবেক লাক্স সুন্দরীরা।

বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা। জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিস্তারিত জানাবেন আয়োজকরা।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

নাচ-টাচ

শেয়ার
নাচ-টাচ
স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’-এর দৃশ্য

ইউটিউবে এসেছে মুস্তাফি শিমুলের রোমান্টিক স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাচ-টাচ’। মুক্তির পর থেকে দারুণ সাড়াও পাচ্ছে। পাঁচ দিনে ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। গায়েহলুদের অনুষ্ঠানে পরিচয় রোহান ও নাওমির।

নাচের অনুশীলন করতে গিয়ে দুজনের সখ্য হয়, পরে তা গড়ায় প্রেমে। ক্লোজআপ কাছের গল্পের এ স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করেছেন সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

জীবন সংসার

শেয়ার
জীবন সংসার
‘জীবন সংসার’ ছবিতে সালমান ও শাবনূর

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : সবুজ আর শেলি একে অপরকে ভালোবাসে।

সবুজের পরিবারে আছে ভাই আর ভাবি। একদিন সবুজের বাসায় গিয়ে শেলি জানতে পারে সবুজের ভাবি শেফাই তার বড় বোন। সবুজের বড় ভাই সাগরের সঙ্গে প্রেম করে বিয়ে করায় শেফাকে মেনে নেয়নি তার বাবা। একই পরিবারের ছেলে সবুজের সঙ্গে সম্পর্কটাও মেনে নেয় না শেলির বাবা।
শেলিকে নিয়ে পালিয়ে যায় সবুজ।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

পিপল অ্যান্ড পাওয়ার

শেয়ার
পিপল অ্যান্ড পাওয়ার

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে ‘পিপল অ্যান্ড পাওয়ার’ আয়োজনে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘দ্য কোস্ট অব কনট্রোল’। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। অন্তরালে তার সন্ত্রাসীবাহিনী চালায় নানা অপকর্ম। কড়া নিরাপত্তা পেরিয়ে দেশটির একাধিক কারাগারে অনুসন্ধান চালিয়েছে আল জাজিরা টিম।

 

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

নামে চালাক কামে বোকা

শেয়ার
নামে চালাক কামে বোকা
‘নামে চালাক কামে বোকা’ ধারাবাহিকের দৃশ্য

আজ থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। রচনায় সুজিত বিশ্বাস, পরিচালনায় নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে তন্ময় সোহেল, মানসি প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ