জন হেনরী
মে দিবস উপলক্ষে রাত ৯টায় বিটিভিতে রয়েছে নাটক ‘জন হেনরী’। হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন নাট্যকার জামিউর রহমান লেমন। এবার সেটিই টিভি নাটকে রূপ দিলেন। অভিনয়ে আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী প্রমুখ।
প্রযোজনায় গোলাম মোর্শেদ।

নোঙ্গর তোলো তোলো
দুরন্ত টিভিতে সকাল ১১টা ৩০ মিনিটে দেখা যাবে মে দিবসের নৃত্যানুষ্ঠান ‘নোঙ্গর তোলো তোলো’। এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে এতে নৃত্য পরিবেশন করেছেন নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পীরা। অনুষ্ঠান পরিচালনায় প্রতিম হালদার।

হাতুড়ি ও কাস্তে
মাছরাঙা টিভিতে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। এতে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। আবৃত্তি ও সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা। প্রযোজনায় রফিকুল ইসলাম ফারুকি।