ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
ঈদুল আজহার ছবি

নির্মাতাদের তোড়জোড়

  • দারুণ কেটেছে ঢালিউডের ঈদুল ফিতর। মুক্তিপ্রাপ্ত কয়েকটি ছবি এখনো দাপটের সঙ্গে চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদুল আজহার ছবি নিয়ে নির্মাতাদের তোড়জোড়। ঈদুল আজহায়ও মুক্তির মিছিলে রয়েছে একগুচ্ছ ছবি। সেগুলোর খবরাখবর জানাচ্ছেন কামরুল ইসলাম
শেয়ার
নির্মাতাদের তোড়জোড়
শাকিব খান। রোজার ঈদে ‘বরবাদ’ করেছেন। এবার প্রস্তুত ‘তাণ্ডব’ চালাতে

বছরের যে দুটি উৎসবে সর্বাধিক ছবি মুক্তি পায়, তার একটি ঈদুল আজহা। দীর্ঘদিন ধরে চলে আসা এই অলিখিত প্রথায় এবারও হচ্ছে না নড়চড়। প্রায় অর্ধডজন ছবি রয়েছে মুক্তির দৌড়ে। তবে শেষ পর্যন্ত পর্দায় কতগুলো ছবি ওঠে, তা জানা যাবে ঈদের আগ মুহূর্তে।

বলাবাহুল্য, ঈদুল আজহায়ও আগ্রহের মূলে শাকিব খান অভিনীত ছবি। রায়হান রাফীর নির্মাণে দ্বিতীয়বার তিনি ক্যামেরার সামনে। ছবি ‘তাণ্ডব’। ‘তুফান’-এর অসামান্য সাফল্যের পর একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আসছেন রাফী-শাকিব জুটি।

এরই মধ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন অভিনেতা। তবে ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন, সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। শোনা যাচ্ছে, দেখা যেতে পারে জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর এমনকি ওপারের কোয়েল মল্লিককেও।
এই নামগুলোতে সিলমোহর না দিলেও নির্মাতা রাফী বলেন, ‘পুরোদমে শুটিং চলছে। এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। কয়েক দিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকের সামনে।’

নির্মাতাদের তোড়জোড়

আরিফিন শুভ থাকবেন ‘নীলচক্র’তে

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। মিঠু খানের ‘নীল চক্র’ মুক্তি পাবে ঈদে।

এরই মধ্যে নির্মাতা ঘোষণাও দিয়েছেন। শুরু হয়েছে প্রচারণাও। বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে ছবির এক ঝলক। ১৯ সেকেন্ডের ওই ঝলকেই আলোচনায় ছবিটি। ছবিটির কাজ সম্পন্ন হয়েছে বেশ আগেই। নানা কারণে মুক্তির আলোয় আসেনি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। নির্মাতা মিঠু খান জানালেন, এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘নীলচক্র’। ছবিতে শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।

শরিফুল রাজ আসছেন ‘ইনসাফ’ নিয়ে

শরিফুল রাজ আসছেন ‘ইনসাফ’ নিয়ে

গত বছরের দুই ঈদেই ছিল শরিফুল রাজের ছবি। এবারের রোজার ঈদে তিনি একেবারে আড়ালে! তাঁর কোনো ছবি মুক্তি পায়নি, তিনিও রয়েছেন আড়ালে। ঈদুল আজহায় সে আড়াল ভাঙবে। মুক্তি পাবে ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের ছবিটির একটি শুটিং দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে কিছু দিন আগে। বৃহস্পতিবার রাতে এসেছে ছবির ফার্স্টলুক পোস্টার। নির্মাতা সঞ্জয় বলেন, ‘এক-দুই দিনের শুট বাকি। এরই মধ্যে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।’ ছবিতে রাজের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ।

নির্মাতাদের তোড়জোড়

পূজা চেরী ও আদর আজাদ জুটির ‘টগর’ও আছে

মুক্তির মিছিলে রয়েছে আলোক হাসানের ‘টগর’। যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী। গত বছর এই জুটির ‘লিপস্টিক’ ইতিবাচক সাড়া পেয়েছিল। ‘টগর’-এরও শেষ মুহূর্তের শুটিং চলছে। আদর বলেন, “এই ছবির জন্য আমার লুকে পরিবর্তন এনেছি, চুল ছোট করেছি। অ্যাকশনেও নতুন কিছু করার চেষ্টা করছি। ঈদে যে ছবিগুলো আসবে, সবই ভালো করুক, এটাই চাই। তবে ‘টগর’ তার নিজের মতো করেই আসবে।”

এ ছাড়া ঈদুল আজহায় মুক্তির আভাস দিয়ে রেখেছে আরো কয়েকটি ছবি। এর মধ্যে রয়েছে জাহিদ জুয়েলের ‘পিনিক’। এটি ঈদুল ফিতরেই মুক্তির কথা ছিল। তবে সম্পাদনার কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এ ছবিতে আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী।

অনেক দিন ধরে আটকে থাকা ‘এশা মার্ডার’ও ঈদে মুক্তি দিতে চাইছেন নির্মাতা সানী সানোয়ার। তবে এখনো দুই দিনের শুটিং বাকি। সেটা সম্পন্ন করে ঈদের উৎসবে শামিল হওয়ার চেষ্টা করবেন তাঁরা। ছবিতে আছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

 

 

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।

রেদওয়ান রনির দম-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।

অভিনয়ে থাকবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।

একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

amazonprime টিন সোলজার

শেয়ার
amazonprime টিন সোলজার
‘টিন সোলজার’ ছবির দৃশ্য

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার টিন সোলজারবুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।

স্ত্রীকে খুঁজতে ফের বোকুশির ঘাঁটিতে যায় সে। ছবিটির অভিনয়ে আছেন জেমি ফক্স, রবার্ট ডি নিরো, স্কট ইস্টউড প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

পোড়ামন ২

শেয়ার
পোড়ামন ২
সিয়াম ও পূজা চেরী

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।

সুজনকে ভালোবাসে পরী। দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুজন ধরা পড়ে পরীর ভাইয়ের কাছে। সুজনকে জখম করে রাস্তার পাশে ফেলে আসে।
সুজন মরে গেছে ভেবে ফাঁস দেয় পরী। মৃত্যুপথযাত্রী সুজন এসে দেখে পরীর মরদেহ। কেউ আত্মহত্যা করলে তার জানাজা হয় না, এই ভেবে অদ্ভুত এক সিদ্ধান্ত নেয় সুজন।

মন্তব্য
টিভি হাইলাইটস

সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী

শেয়ার
সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী
গ্র্যান্ড ফিনালের তিন প্রতিযোগী

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামালএই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।

প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন ১০ লাখ এবং ৫ লাখ টাকা।

 

মুখোমুখি অভিষেক

বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।

ক্রিকেট নিয়ে তাঁর ভাবনা ও আবেগের কথা শুনেছেন ক্রীড়া সাংবাদিক আর্চি কল্যাণ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ