ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
ভক্তদের ঈদ ‘বরবাদ’-এর শঙ্কা

শাকিব করছেন ‘তাণ্ডব’

  • ঈদে আসবে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, এটা গত বছরই জেনে গিয়েছিল শাকিব খান ভক্তরা। ঈদের ঠিক এক সপ্তাহ আগে চারদিকে ফিসফাস—ঈদে আসছে না ‘বরবাদ’। ঈদের ছবির দৌড়ে শামিল হবে শাকিব অভিনীত অপর ছবি ‘অন্তরাত্মা’। এদিকে সব গুঞ্জন পাশ কাটিয়ে আজ থেকে রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর শুটিংয়ে নেমেছেন শাকিব খান। লিখেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
শাকিব করছেন ‘তাণ্ডব’
শাকিব খান। ‘বরবাদ’ না এলেও ঈদে থাকবে অভিনেতার ‘অন্তরাত্মা’

পূর্ব ঘোষণা মতোই এগোচ্ছিলেন মেহেদী হাসান হৃদয়। বরবাদ-এর টিজার, গান, পোস্টারসবই প্রকাশ করেছিলেন। এরই মধ্যে খবর, ঈদে অনিশ্চিত বরবাদ। ঈদের বাকি এক সপ্তাহ, এখনো সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি ছবিটি।

বিদেশি শিল্পী-কলাকুশলী নিয়ে শুটিং করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি এখনো। অনুমোদন না পাওয়ায় সার্টিফিকেশন বোর্ডেও জমা দিতে পারছেন না বরবাদ প্রযোজক। ছবিটিকে ঘিরে যে আলোড়ন উঠেছিল শাকিব ভক্তদের মাঝে, সেই উত্তেজনায় রীতিমতো ভাটা পড়েছে। ঈদের ছবির দৌড় থেকে আলোচিত নামটি ছিটকে গেলে সুবিধা পাবে অন্য ছবিগুলো।
এ প্রেক্ষিতে চলুন দেখি কে কী বলছেন।

আশাবাদী বরবাদ নির্মাতা
শাকিব খানের ছবি ছাড়া গত দুই দশকে কোনো ঈদ হয়েছে কি না সন্দেহ! এবারও দর্শক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় বরবাদ দেখতে। টিজার, গান, পোস্টারে দর্শকের আগ্রহও বেড়েছিল। সেই অপেক্ষা কি অপেক্ষাই থেকে যাবে? আমরা বলছি না, ঈদে ছবি মুক্তি দেব না।

এই মুহূর্তে বরবাদ মন্ত্রণালয়ে অনুমতির অপেক্ষায়। আশা করছি, আজ [সোমবার] অনুমতি পাব। পেলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন বোর্ডে জমা দেব। হতাশ হওয়ার কিছু নেই। ঈদের ছবি নিয়ে অতীতে সেন্সর বোর্ডে [বর্তমান সার্টিফিকেশন বোর্ড] বিশেষ শো অনুষ্ঠিত হওয়ার রেকর্ড আছে।
আমার বিশ্বাস, বৃহস্পতিবারের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। বরবাদ ঈদেই আসবে।’—বললেন বরবাদ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

চেষ্টা করছেন প্রযোজক

পরিচালক অনুরোধ করেছেন বরবাদ মুক্তির বিষয় নিয়ে ছবিটির প্রযোজক শাহরীন আক্তার সুমীর সঙ্গেও কথা বলতে। শাহরীন আছেন মালয়েশিয়া। মুঠোফোনে তিনি বলেন, আমরা সবাই সবার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছি ছবিটি ঈদে মুক্তি দেওয়ার। আমাদের চেষ্টা অব্যাহত আছে। দর্শকের দুশ্চিন্তা না করার অনুরোধ করছি। আমরা ঈদেই আসব, এই বিশ্বাস আছে।

বরবাদ না এলে অন্তরাত্মা
শোনা যাচ্ছে, বরবাদ ঈদে না এলে মুক্তি পেতে পারে ওয়াজেদ আলী সুমনের অন্তরাত্মা। এই কথার সত্যতা পাওয়া গেল। কারণ চার বছর আগের ছবিটি হঠাৎ বৃহস্পতিবারে জমা পড়েছে সার্টিফিকেশন বোর্ডে। এই ছবিতেও অভিনয় করেছেন শাকিব খান। ২০২১ সালে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছিল। গতকাল বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও নির্মাতা জাহিদ হোসেন জানান, বোর্ড সদস্যরা অন্তরাত্মা দেখছেন। জাহিদ বলেন, হঠাৎ করেই আমাদের শো পড়েছে। এসে শুনলাম ওয়াজেদ আলী সুমনের অন্তরাত্মা দেখতে হবে। এখন দেখছি। যতদূর জানলাম, ছবিটি ঈদেই মুক্তি পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে বলতে পারব। এখন ছবি দেখছি।

রাত ৮টায় জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁরা অন্তরাত্মা দেখেছেন এবং সবাই পছন্দ করেছেন। সার্টিফিকেট পেতে কোনো সমস্যা নেই ছবিটির।
অন্তরাত্মা ঈদে কি সত্যিই মুক্তি পাবে? সুমন বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা। যদি বরবাদ না আসে তাহলে আমার ছবিটি মুক্তি পাবে। তবে সেটার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অবশ্য শাকিব খান ছাড়া তো ঈদ হতে পারে না। তাই একটা না একটা ছবি তাঁর আসবেই।

 

সমিতি কার্যকর থাকলে এই প্রযোজকের পাশে দাঁড়াতাম

বরবাদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, চলচ্চিত্র প্রযোজক সমিতি কার্যকর থাকলে তা এতক্ষণে নিরসন হয়ে যেত, এমনটা মনে করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম। গতকাল তিনি বলেন, আমরা এখন অকার্যকর। একজন প্রশাসকের মাধ্যমেই সমিতির কার্যক্রম চলছে। তিনি বাণিজ্য   শাকিব করছেন ‘তাণ্ডব’মন্ত্রণালয়ের উপসচিব। প্রযোজকদের হাতে সমিতি থাকলে আমরা অবশ্যই বরবাদ প্রযোজকের পাশে দাঁড়াতাম। এই যে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তিনি বিপদে পড়েছেন, এটা তো ঠিক না। যতদূর জেনেছি, তাঁরা বিদেশি কলাকুশলী ও শিল্পীর অনুমতি নেননি বলেই এই জটিলতা। হতে পারে সময়ের অভাবে তিনি সেটা নিতে পারেননি। এখন ছবি মুক্তির আগে তো অনুমতি চেয়েছেন। তাহলে সমস্যা কোথায়! এমন তো না, নিয়ম অনুযায়ী তিনি সরকারকে শুল্ক দেবেন না। আমার মনে হয় প্রযোজক সমিতির প্রশাসকের পদক্ষেপ নেওয়া উচিত।

 

বরবাদ না এলে জংলিদাগি হল ভাগ করে নেবে

এদিকে বরবাদ মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন বুকিং এজেন্টরা। সারা দেশে ১০টির বেশি হল বুকিং করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি গতকাল বলেন, ঈদে শাকিব খানের ছবি মুক্তি পেলে হল মালিকরা সেদিকেই আগ্রহ দেখান। আমরাও চেষ্টা করি ছবিটি বুকিং করার। এবারও আমরা বরবাদ-এর দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ শুনতে পাচ্ছি ছবিটির মুক্তি পাওয়া নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। যদিও এখনো এক সপ্তাহ সময় আছে। প্রযোজক যদি ছবিটি মুক্তি দিতে পারেন তাহলে বেশি হল শাকিবের দখলেই থাকবে। নইলে জংলিদাগি ছবি দুটি হল ভাগ করে নেবে। হল মালিকরা তো আর বসে থাকবেন না।

 

শাকিব করছেন তাণ্ডব

বরবাদ মুক্তির অনিশ্চয়তা নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আফসোস করছেন ভক্তরা। এদিকে শাকিব খান চুপ! আজ থেকে অভিনেতা করবেন রায়হান রাফীর তাণ্ডব-এর শুটিং। এই নির্মাতা-অভিনেতা জুটির প্রথম ছবি তুফান গত বছর কোরবানির ঈদে দারুণ ব্যবসা করেছিল। তাণ্ডব-এর শুটিং হচ্ছে ঢাকাতেই। গতকাল বিকালে রাফী বলেন, আগের ছবির চেয়ে এই ছবির পরিসর আরো বড়। ঢাকায় প্রথম লটের শুটিং শুরু হবে কাল। চলবে ঈদের আগ পর্যন্ত। ঈদের ছুটি কাটিয়ে ফের শুটিং করব। তাণ্ডব ছবিতে শাকিব খানের সঙ্গে ফের জয়া আহসানের অভিনয় করার কথা। তবে এ বিষয়ে রাফী এখনই কিছু বলতে নারাজ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

■ গত বছর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে চলে গেছেন জনপ্রিয় সঞ্চালক ও কমেডিয়ান এলেন ডিজেনেরিস। এই ঘরছাড়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরদিনই দেশ ছাড়েন অভিনেত্রী। যুক্তরাজ্যের জীবন বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

বীর দাস—ফুল ভলিউম

শেয়ার
বীর দাস—ফুল ভলিউম
কমেডিয়ান বীর দাস

শুক্রবার নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের নতুন স্ট্যান্ডআপ কমেডি শো। বরাবরের মতোই হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াবলি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিক্রিয়া অনুসারে, এমি পুরস্কারজয়ী এ কমেডিয়ান এবারও তাঁর বৈশিষ্ট্য বজায় রেখে বাজিমাত করেছেন।

 

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

বড় ভাই

শেয়ার
বড় ভাই
‘বড় ভাই’ ধারাবাহিকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় বাংলায় প্রচারিত হচ্ছে জনপ্রিয় তুর্কি ধারাবাহিক  ‘কারদেসলারিম’। বাংলা সংস্করণের নাম ‘বড় ভাই’। চার ভাইবোন—কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে ধারাবাহিকটি।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ