কবিতা থেকে গান করার প্রচলন ঠিক কবে শুরু হয়েছে, তা স্পষ্ট করে বলা মুশকিল। তবে সফল গান হিসেবে ধরতে গেলে ভাষা আন্দোলনের কথাই আগে সামনে আসে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন তরুণ। তাঁদের স্মরণে কবিতা লিখলেন সে সময়ের ঢাকা কলেজের ছাত্র কবি আবদুল গাফ্ফার চৌধুরী।
কবিতা থেকে গান বেঁধেছেন তাঁরা
- কবিতা থেকে গান করার প্রচলন নতুন নয়। যুগ যুগ ধরে এই প্রয়াস অব্যাহত রয়েছে। যদিও গানের সমুদ্রে এর সংখ্যাটা নিতান্তই কম। তবু অনেকে এই সময়েও কবিতা থেকে গান বাঁধার কঠিন কাজটি করে যাচ্ছেন। আজ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে তেমনই কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে লিখেছেন কামরুল ইসলাম

সেই থেকে কবিতা আর গান বিভিন্ন সময়ে মিলেমিশে একাকার হয়েছে। ছুঁয়েছে মানুষের হৃদয়, ছড়িয়ে গেছে শহর থেকে গ্রামে। কখনো কবিতার এক-দুটি লাইন হয়ে উঠেছে গানের মূল আকর্ষণ, আবার কখনো পুরো কবিতাকে গানে রূপ দিয়েছেন শিল্পীরা। নগর বাউল জেমসের গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘তারায় তারায়’।
একবিংশ শতকের অনেক শিল্পী কবিতা থেকে গান করেছেন, এখনো করে যাচ্ছেন। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা সিরিজ ‘খুঁটিনাটি খুনশুটি’। এর ১৭তম কবিতাকে গানে রূপান্তর করেছেন মেহেদী হাসান নীল। ২০১৫ সালে নিজের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করেন তিনি। ‘এখনো আলো আসে, জানালা খোলা রাখি/পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি/’-গানটি শ্রোতামহলে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।
কবিতা থেকে গানের দুঃসাহসিক কাজ করেছেন আহমেদ হাসান সানি। ক্যারিয়ারের প্রথম অ্যালবাম থেকেই কবিতাকে গানে রূপ দিয়ে আসছেন তিনি। ২০১৬ সালে আসে তাঁর প্রথম অ্যালবাম ‘মুক্তাঞ্চল’। সেখানে তিনি জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায় ও আহমদ ছফার মতো গুণীদের কবিতায় সুর দিয়েছেন। এর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ছফার লেখা ‘কে আর বাজাতে পারে’ ও শক্তির ‘আনন্দ ভৈরবী’। পরবর্তী সময়েও কবিতা নিয়ে গান করেছেন সানি। ২০২২-এ ‘হাতিরপুল সেশনস’ থেকে প্রকাশিত হয় সানির ‘শহরের দুইটা গান’। এগুলোর কথা নেওয়া হয়েছে আল মাহমুদের ‘আর আসব না বলে’ ও মুয়ীয মাহফুজের ‘ঝরুক সন্ধ্যা কদম্বতলে’ কবিতা থেকে। বর্তমানে কবি হাসান রোবায়েতের একটি কবিতাকে গানে রূপান্তরের কাজ করছেন এ শিল্পী।
কবি হেলাল হাফিজের কালজয়ী কবিতা ‘প্রস্থান’ একাধিক শিল্পীর সুরে প্রকাশ্যে এসেছে। ২০১৯-এ কবিতাটি গানে রূপান্তর করেছিলেন জাহিদ তানসেন। তবে জনপ্রিয়তা পায় তানজীর তুহিনের কণ্ঠে, ইমন চৌধুরীর সুরে। এটি প্রকাশিত হয় ২০২২ সালে। পল্লীকবি জসীমউদ্দীনের ‘ফুল নেয়া ভালো নয় মেয়ে’ কবিতা থেকেও গান করেছেন ইমন। এটি গেয়েছেন তিনি নিজেই।
সংগীতশিল্পী লুৎফর হাসান নিজেও সাহিত্যিক। কবিতা, গল্প, উপন্যাস সবেতেই তাঁর বিচরণ। অন্যের কবিতা থেকে তিনিও গান করেছেন। নির্মলেন্দু গুণের ‘সংসার’, কবি আল মাহমুদের ‘পাখি’, আবু হাসান শাহরিয়ারের ‘বালিকা আশ্রম’, সোমেশ্বর অলির ‘ঘুড়ি’ আলফ্রেড খোকনের ‘মেঘরাষ্ট্র’, টোকন ঠাকুরের ‘মানুষ’, মারজুক রাসেলের ‘ঠিকানা’ কবিতাগুলো থেকে গান করেছেন লুত্ফর।
এ সময়ের সংগীতশিল্পী নাহিদ হাসানও কবিতাপ্রিয় মানুষ। ২০২২-এ কামরুল ইসলামের কবিতা ‘বিনায়ক’কে গানে রূপ দিয়ে প্রকাশ করেছেন তিনি। পরের বছর কবি রাকিবুল হায়দারের ‘শুনতে পাই’ কবিতাকে নিয়ে আসেন গানের উদ্যানে। একই কবির আরেকটি কবিতা নিয়ে বর্তমানে কাজ করছেন শিল্পী।
এ ছাড়া আরো অনেকেই কবিতা থেকে গান করেছেন। কবি নির্মলেন্দু গুণের ‘পুরো মানুষের গান’ কবিতায় সুরারোপ করেছেন বেলাল খান। গেয়েছেনও তিনি। গানটি ব্যবহৃত হয়েছে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’ ছবিতে। অভিনেতা, লেখক আফজাল হোসেনের কবিতা ‘কবে ও কীভাবে’ থেকে গান করেছেন তানভীর তারেক। এটি প্রকাশিত হয়েছে গত বছর। ব্যান্ড ‘মেট্রোলাইফ’ গত বছর প্রকাশ করেছে ‘খতিয়ান’। গানটি একই শিরোনামে লেখা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা থেকে তৈরি করেছেন তাঁরা।
সম্পর্কিত খবর

আরো খবর

টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।
রেদওয়ান রনির ‘দম’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।
রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।
একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।

অন্তর্জাল
amazonprime টিন সোলজার

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার ‘টিন সোলজার’। বুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।

চলচ্চিত্র
পোড়ামন ২

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।

টিভি হাইলাইটস
সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামাল—এই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে’র প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।
মুখোমুখি অভিষেক
বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।