চাকমা, মারমা, ত্রিপুরাসহ বাংলাদেশে বহু ভাষাভাষী মানুষের বাস। শুধু পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বাস করে ১১টি নৃগোষ্ঠীর মানুষ। প্রত্যেকের আছে আলাদা ভাষা ও সংস্কৃতি। কিন্তু এসব ভাষায় চলচ্চিত্র নির্মাণের ইতিহাস খুব কম।
ক্লোবং ম্লা [গিরিকুসুম]
আসছে ম্রো ভাষার প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি
পিন্টু রঞ্জন অর্ক

বান্দরবানের প্রবীণ চিকিৎসক মং উষা থোয়াই। তিনি দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষায় চলচ্চিত্র নির্মাণের। এর আগে মারমা ভাষায় প্রথম চলচ্চিত্র ‘গিরিকন্যা’ প্রযোজনা করেছেন তিনি।
‘ক্লোবং ম্লা’র কাহিনি লিখেছেন ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো।
ম্রো সমাজে খুবই জনপ্রিয় প্রচলিত গল্প ‘ক্লোবং ম্লা’। ক্লোবং নামের এক কন্যাশিশুকে কেন্দ্র করে আবর্তিত গল্পটি। শৈশবে কলেরায় আক্রান্ত হয়ে মারা যায় ক্লোবংয়ের মা-বাবা। একমাত্র বড় ভাই ক্লোবংকে আদর-স্নেহে বড় করে তোলে। ভাইটি জুম কাজে সারাক্ষণ ব্যস্ত থাকত আর ক্লোবং ঘরের যাবতীয় কাজ করত। একসময় তার ভাই বিয়ে করে। কিন্তু আদর-স্নেহ দূরে থাক, ক্লোবংকে অত্যাচার করতে থাকে তার বৌদি। প্রিয় বোনের প্রতি এমন অত্যাচার মেনে নিতে পারেনি বড় ভাই। নানা ঘাত-প্রতিঘাতে সমাপ্তির দিকে যায় কাহিনি।
১৮ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্রটিতে মূলত ম্রোদের পারিবারিক জীবন ও সংগ্রাম চিত্রায়িত হয়েছে। অভিনয় করেছেন ইয়াংঙান ম্রোসহ বান্দরবানের ম্রো সম্প্রদায়ের ১৫ জন। সবার জীবনে অভিনয়ের হাতেখড়ি হয়েছে এই সিনেমা দিয়েই।
চিম্বুক, রামরিপাড়াসহ বান্দরবানের বিভিন্ন জায়গায় হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটির শুটিং। এ প্রসঙ্গে পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ‘ইয়াংঙান ম্রোকে ছাড়া এই সিনেমা নির্মাণ অসম্ভব ছিল। আমরা যখন দুর্গম পাহাড়ে শুটিং পরিচালনা করি, তখন ইয়াংঙান ম্রো তাঁর জনগোষ্ঠীর মানুষকে উৎসাহিত করেছেন। আমরা বাংলায় বলেছি। ইয়াংঙান সেটা ম্রো ভাষায় অনুবাদ করে ছবির কলাকুশলীদের বুঝিয়ে দিয়েছেন।’
পরে ছবি সম্পাদনার সময়ও ইয়াংঙান ম্রোর সহায়তা নিয়েছেন প্রদীপ ঘোষ। এখন চলছে প্রদর্শনীর প্রস্তুতি। ছবিতে ম্রো ভাষার পাশাপাশি থাকছে বাংলা ও ইংরেজি সাবটাইটেল। এর আগে মারমা ছবি নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ, এখন নির্মাণ করছেন বম ভাষার ছবি। দেশে বসবাসরত সব নৃগোষ্ঠী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা এই পরিচালকের।
উল্লেখ্য, এর আগে ম্রো জনগোষ্ঠীকে নিয়ে ছবি ‘ম্রো’ নির্মাণ শুরু করেছিলেন অং রাখাইন। তার আগেই এই ভাষায় ছবি বানিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন প্রদীপ ঘোষ। ‘ম্রো’ ছবির কাজ কয়েক বছর আগে শুরু করলেও নানা জটিলতায় এখনো সম্পন্ন করতে পারেননি। এর আগে চাকমা ভাষার প্রথম ছবি ‘মর ঠেংগারি’ বানিয়ে প্রশংসিত হয়েছেন অং। গতকাল কালের কণ্ঠকে অং বলেন, ‘এখনো ছবির কাজ সম্পন্ন করতে পারিনি। কিছু জটিলতা আছে। বিস্তারিত কিছু বলতেও পারছি না। আমি কয়েক দিন ধরে অসুস্থ। তবে এটুকু বলতে পারি, ছবিটা ২০২৬ সাল নাগাদ মুক্তি দেব।’
উল্লেখ্য, ২০২৩ সালে শেখ শুভ সাদিক পরিচালিত 'কিওরি পেক্রা উয়্যু' বা ডিয়ার মাদার নামে একটি ছবি প্রদর্শিত হয়েছে বিভিন্ন উৎসবে। ছবিটির প্রযোজক ছিলেন সাহারা বানু। নির্মাতার দাবি ম্রো ভাষার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা সেটি।
সম্পর্কিত খবর

আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা’। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।
ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।
কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

অন্তর্জাল
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ ‘লেটার ফ্রম দ্য পাস্ট’। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

চলচ্চিত্র
পেয়ারার সুবাস

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

টিভি হাইলাইটস
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ‘ডেডলিয়েস্ট ক্যাচ’-এর পর্ব ‘৪৫০ মাইল স্টর্ম’। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।
।