যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ‘ইনডিপেন্ডেন্ট’ একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে উঠে এসেছে চলচ্চিত্রে একবিংশ শতকের সেরা ৬০ অভিনেতার নাম। গণমাধ্যমটির সংস্কৃতি বিভাগ নানা দিক বিবেচনা করে তালিকাটি প্রস্তুত করেছে। মাপকাঠির প্রথম শর্ত ছিল, চলচ্চিত্রের অভিনেতা হতে হবে।
চলচ্চিত্রে একবিংশ শতকের সেরা অভিনেতা যাঁরা
রংবেরং ডেস্ক

এতে প্রথম স্থানটি দখল করেছেন আমেরিকান অভিনেতা ফিলিপ সেমোর হফম্যান। যিনি দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ‘দ্য অ্যাক্টরস অব ডেপথ’ তকমা পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন এমা স্টোন। ৩৬ বছর বয়সী এ অভিনয়শিল্পী তালিকার সর্বকনিষ্ঠ সদস্য।
এ তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন ইরফান খান। ‘মকবুল’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’ কিংবা ‘দ্য লানবক্স’ খ্যাত অভিনেতা আছেন ৪১তম অবস্থানে।
সম্পর্কিত খবর

আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা’। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।
ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।
কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

অন্তর্জাল
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ ‘লেটার ফ্রম দ্য পাস্ট’। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

চলচ্চিত্র
পেয়ারার সুবাস

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।
গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

টিভি হাইলাইটস
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ‘ডেডলিয়েস্ট ক্যাচ’-এর পর্ব ‘৪৫০ মাইল স্টর্ম’। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।
।