কেমন যাচ্ছে দিনকাল? কাজের ব্যস্ততা কেমন?
বেশ ভালো। পরিবার নিয়ে একটু বেড়াতে এসেছি ঢাকার অদূরে। আর কাজের ব্যস্ততা বললে, একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। সম্প্রতি প্রচার শুরু হয়েছে।
কেমন যাচ্ছে দিনকাল? কাজের ব্যস্ততা কেমন?
বেশ ভালো। পরিবার নিয়ে একটু বেড়াতে এসেছি ঢাকার অদূরে। আর কাজের ব্যস্ততা বললে, একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। সম্প্রতি প্রচার শুরু হয়েছে।
আপনার প্রথম ছবি ‘চক্কর’-এর সর্বশেষ খবর জানতে চাই...
ছবির কাজ তো অনেক আগেই সম্পন্ন হয়েছে। ‘চক্কর’ পরিবেশনা করবে অনন্য মামুনের প্রতিষ্ঠান। গতকাল [বৃহস্পতিবার] তাঁর হাতে ছবি ডেলিভারি করেছি।
মাঝে একটি বিজ্ঞাপনচিত্র নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন...
বিষয়টি নিয়ে আসলে এখন কিছু বলতে চাই না। হয়তো পরে কখনো আলাদাভাবে শুধু এটা নিয়েই কথা বলব।
কেউ কেউ বলেন, ওই ঘটনার পর কাজল আরেফিন অমির সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছে। সত্যি কি?
অমির সঙ্গে তো আমার পেশাদার নয়, ব্যক্তিগত সম্পর্ক। আমার খুব আদরের ছোট ভাই। ওর সঙ্গে দূরত্ব তৈরি হবে কেন? অমির সব কাজে তো আমি নেই। যেটাতে আমাকে প্রয়োজন মনে হয়েছে, সেটাতে রেখেছে। ভবিষ্যতেও তাই হবে। একসঙ্গে কাজ হলে হবে, না হলে নাই। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে কোনো টানাপড়েন নেই।
‘ফাউল’ সম্পর্কে একটু বলুন...
তাইফুর জাহান আশিকের সঙ্গে এর আগে একটি কাজ হয়েছিল মোশাররফ করিম ভাইয়ের রেফারেন্সে। নির্মাতা হিসেবে তিনি বেশ ভালো। আর এই ধারাবাহিকের চিত্রনাট্য দারুণ। বিশেষ করে সংলাপ। এখনকার টিভি নাটকগুলোর সংলাপে খুব একটা বিশেষত্ব থাকে না। তবে ‘ফাউল’-এর সংলাপ খুব ভালো। আর দর্শকের সাড়া এখনো বোঝার চেষ্টায় আছি। সবে তো প্রচার শুরু হয়েছে। আরো কিছু পর্ব আসুক, তারপর বোঝা যাবে।
সম্পর্কিত খবর
■ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।
■ ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?
■ দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।
■ বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।
১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ ‘রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্ট—রিটার্ন’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।
সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’র মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের ছবিতে ‘একটা গল্প’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে।
কণা বলেন, ‘ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।
সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘জাস্টিস অন ট্রায়াল’। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।