চিটার অ্যান্ড জেন্টলম্যান
আরটিভিতে আজ রয়েছে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। প্রতি শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার রাত ১০টায় প্রচারিত হয় ধারাবাহিক নাটকটি। রচনা ও পরিচালনায় সঞ্জিত সরকার। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া খানম, আ খ ম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায় প্রমুখ।
ইন্ডিয়াস বেস্ট ডান্সার
চলছে জনপ্রিয় নাচের রিয়ালিটি শোটির ৪ নম্বর সিজন। শনিবার ও রবিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। আগের সিজনের দুই বিচারক গীতা কাপুর ও টেরেন্স লুইস থাকছেন এবারও। মালাইকা অরোরা ও সোনালি বেন্দ্রের জায়গায় এবারের আসরে যুক্ত হয়েছেন কারিশমা কাপুর।
আজকের ‘গণেশ উৎসব’ পর্বে পারফরম করবেন প্রতিযোগীরা।