ঐশীকে তৈরি করেছে গান বাংলা। তাদের সঙ্গে সম্পর্কটা এত সহজে নষ্ট হওয়ার নয়। এরই মধ্যে কিন্তু চ্যানেলটি ফের সম্প্রচারে এসেছে। তারা আবার নিজেদের গুছিয়ে নিচ্ছে
আপনি নোয়াখালীর মেয়ে এবং বউ।
ঐশীকে তৈরি করেছে গান বাংলা। তাদের সঙ্গে সম্পর্কটা এত সহজে নষ্ট হওয়ার নয়। এরই মধ্যে কিন্তু চ্যানেলটি ফের সম্প্রচারে এসেছে। তারা আবার নিজেদের গুছিয়ে নিচ্ছে
আপনি নোয়াখালীর মেয়ে এবং বউ।
বন্যার শুরু থেকেই নিয়মিত এলাকার খোঁজখবর নিচ্ছি। তিন দিন আগে আমার স্বামী আরেফিন জিলান সাকিব সেখানে গেছে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে। এখনো আছে সেখানে।
আপনি কণ্ঠশিল্পীর পাশাপাশি চিকিৎসকও। বন্যার্তদের চিকিৎসায় চিকিৎসক ঐশীর কী ভূমিকা?
আমার কর্মস্থল নিপসম [ন্যাশন্যাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন] কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের টিম এখন বন্যাদুর্গত এলাকাগুলোতে আছে। বন্যা-পরবর্তী পানিবাহিত অনেক রোগ হতে পারে। তখন হয়তো টিমের সঙ্গে আমাকেও যেতে হবে।
নতুন গান প্রকাশ করছেন না অনেক দিন হলো...
নতুন গান প্রকাশের অবস্থা নেই। দেশের মানুষ এখন অস্থির সময় পার করছে। একদিকে বন্যা, অন্যদিকে নতুন সরকারের কাছে একের পর এক দাবিদাওয়া—মানুষ কোনটা রেখে কোন দিকে নজর দেবে বলেন! আমার কয়েকটি গান ভিডিওসহ প্রস্তুত। প্রকাশ করব করব করেও হলো না। পরিস্থিতি স্বাভাবিক হলেই একের পর এক গান প্রকাশ করব।
এখন তো নিজেই গান কম্পোজিশন করছেন। নতুন কোনো খবর আছে?
শুরু যেহেতু করেছি একটা রেজাল্ট তো আসবেই। বড় চমক অপেক্ষা করছে শ্রোতাদের জন্য। তারা নতুন এক ঐশীকে পাবে। শিল্পী তো বটেই, সুরকার-কম্পোজার হিসেবেও অন্য রকম এক গান নিয়ে হাজির হব শিগগিরই।
গান বাংলা চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ শিল্পী। সম্প্রতি চ্যানেলটির ভবনে আগুন দেওয়া হয়েছে। অনেক উত্থান-পতন গেছে। এবার কি চুক্তি থেকে সরে আসবেন?
না, না। ঐশীকে তৈরি করেছে গান বাংলা। তাদের সঙ্গে সম্পর্কটা এত সহজে নষ্ট হওয়ার নয়। এরই মধ্যে কিন্তু চ্যানেলটি ফের সম্প্রচারে এসেছে। তারা আবার নিজেদের গুছিয়ে নিচ্ছে। বড়জোর দুই থেকে চার মাস, প্রতিষ্ঠানটি স্বমহিমায় ফিরে আসবে। আবার আমরা দেশে-বিদেশে শো করব। বড় বাজেটের আন্তর্জাতিক মানের গানও তৈরি হবে। গান বাংলার সঙ্গে আমি ছাড়া আরো যাঁরা যুক্ত ছিলেন সবাই মানসিকভাবে ভেঙে না পড়ে আগামী দিনের জন্য প্রস্তুতি নিন। সামনে শুভ দিন আসছে।
গান বাংলার সঙ্গে চুক্তি নিয়ে অনেকের ধারণা, এতে আপনার ক্যারিয়ারের ক্ষতি হয়েছে...
এটা তাদের ভুল ধারণা। আমি জেনেবুঝেই চ্যানেলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আগে আমার গান, শো—সব কিছুই বাবা দেখতেন। তিনি মারা যাওয়ার পর মা কিছুটা দেখলেও আন্তর্জাতিক শোগুলো বা দেশের বড় ইভেন্টগুলো মা অতটা বুঝতেন না। তখন আমি গান বাংলার সঙ্গে যুক্ত হয়েছি। তারা আমার শো, ইভেন্ট ও নতুন গানে কণ্ঠ দেওয়ার বিষয়গুলো দেখভাল করে। দেশের বাইরে দেখার জন্য প্রত্যেক শিল্পীর ব্যবস্থাপক আছেন। তাঁরাই শিল্পীদের সব কিছু ডিল করেন। আমার ক্ষেত্রে সেটা করছে গান বাংলা। এখানে খারাপের কিছু দেখছি না। নিজেই যদি পারিশ্রমিকের বিষয়, ইভেন্টের গুণমান যাচাই করি, নতুন গানের ক্ষেত্রে কথা-সুর মূল্যায়ন করে বাছাই করি—তাহলে গানের দিকে মনোযোগ দেব কী করে? আমার হয়ে এই কাজগুলোই গান বাংলা করে দেয়। এতে লাভ হলো, আমি গানচর্চা ও নিজেকে নিয়ে ভাবার সময় পাই।
সম্পর্কিত খবর
টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।
রেদওয়ান রনির ‘দম’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।
রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।
একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।
৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার ‘টিন সোলজার’। বুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।
অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামাল—এই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে’র প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।
মুখোমুখি অভিষেক
বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।