ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৮ মহররম ১৪৪৭

ফের সেন্সরে যাচ্ছে রানা প্লাজা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ফের সেন্সরে যাচ্ছে রানা প্লাজা
‘রানা প্লাজা’ ছবির একটি দৃশ্যে পরীমনি ও সহশিল্পীরা

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক পোশাককর্মীর মৃত্যু হয়। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় রেশমা নামের এক পোশাককর্মীকে। সেই কাহিনি নিয়ে ২০১৩ সালেই পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন রানা প্লাজা নামের একটি ছবি। রেশমা চরিত্রে অভিনয় করেন পরীমনি, টিটু চরিত্রে সাইমন সাদিক।

ছবিটিকে ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়। কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে।
মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল, স্ট্রোকও করেন তিনি। ছবিটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান। আশা করছেন, ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে।
দর্শক দেখতে পাবে তাঁর রানা প্লাজা। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন ছবিটি।

নজরুল বলেন, বহু চেষ্টা করেও গত ১০ বছর আমার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ ছবি। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে।

হাইকোর্টেও গিয়েছিলাম। লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও বলা হয়নি আমাকে। দ্বারে দ্বারে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও ছবিটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব।

রানা প্লাজা ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান, কণাসহ অনেকে। প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

নতুন আয়োজনে আসছে ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান এক সেকেন্ডের নাই ভরসা। ডিজে রাহাত ও আদিব কবীরের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও নাইজেরিয়ান শিল্পী ওলি বয়। তবে নতুন ভার্সনে শুধু ওই গানের প্রথম চার লাইন ব্যবহার করা হয়েছে। বাকি কথা লিখেছেন ওলি বয়।

আজ ডিজে রাহাতের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

ভারতের গুণী নাট্যনির্দেশক রতন থিয়াম মারা গেছেন। গতকাল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রীজয়ী এ নাট্যজন।

কর্মঘণ্টা নিয়ে মতানৈক্য নয়; বরং অন্য ছবির জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছেড়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

গল্প পছন্দ হলেও পরে অ্যাটলি কুমারের একটি ছবির প্রস্তাব পান তিনি। সেটার গল্প বেশি ভালো লাগায় স্পিরিট ছেড়ে দেন।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট

শেয়ার
NETFLIX লেটারস ফ্রম দ্য পাস্ট
‘লেটারস ফ্রম দ্য পাস্ট’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে তুর্কি সিরিজ লেটার ফ্রম দ্য পাস্ট। বহু বছর ধরে লুকিয়ে থাকা কিছু চিঠি খুঁজে পায় এলিফ। চিঠিগুলোর আসল লেখকের কাছে পৌঁছে দেয় সে। কিন্তু একটি চিঠিতে সে তার আসল মায়ের সন্ধান পায়।

বদলে যায় তার জীবনের গল্প। সিরিজটির অভিনয়ে আছেন আইপেক তুর্কতান, গুনিস নেজি সেনসয়, ওনুর তুনা, সেলিন ইয়েনিনসি প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

পেয়ারার সুবাস

শেয়ার
পেয়ারার সুবাস
‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া আহসান

অভিনয়ে আহমেদ রুবেল, জয়া আহসান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : মুন্সী নতুন বিয়ে করে।

বউকে নিয়ে ওঠে টিনের ঘরে। বউ আশা করেছিল মুন্সী অনেক ধনী। বড় বাড়িতে বিয়ে হয়েছে তার। সে সচ্ছল আর স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখেছিল।
কিন্তু বাড়িঘরের খাপছাড়া পরিস্থিতি তাকে হতাশ করে। সংসারের প্রতি শুরুতেই তার বৈরাগ্য আসে। স্বামী-স্ত্রীর মধ্যে লাগে দ্বন্দ্ব।

মন্তব্য
টিভি হাইলাইটস

ডেডলিয়েস্ট ক্যাচ

শেয়ার
ডেডলিয়েস্ট ক্যাচ

বিকেল ৪টায় এনিম্যাল প্লানেটে রয়েছে রিয়েলিটি টিভি সিরিজ ডেডলিয়েস্ট ক্যাচ-এর পর্ব ৪৫০ মাইল স্টর্ম। ফিশিং জাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার ভয়ানক সব অভিজ্ঞতা নিয়ে সাজানো এ সিরিজ। বানিয়েছেন থম বিয়ারস।

মন্তব্য

সর্বশেষ সংবাদ